সিডনিতে “বাংলাদেশী ওয়েডিং এক্সপো ২০২৪” অনুষ্ঠিত

Wedding Expo 1.jpg

সিডনিতে গত ১৭ ফেব্রুয়ারি, ২০২৪ অনুষ্ঠিত হল “বাংলাদেশী ওয়েডিং এক্সপো ২০২৪”। Source: Supplied / Nazia Mahmud

Get the SBS Audio app

Other ways to listen

সিডনিতে গত ১৭ ফেব্রুয়ারি, ২০২৪ অনুষ্ঠিত হল “বাংলাদেশী ওয়েডিং এক্সপো ২০২৪”। এসবিএস বাংলার সঙ্গে কথা বলেছেন এর অন্যতম উদ্যোক্তা "নিকাহ বাই নাজিয়া মাহমুদ"- এর কর্ণধার নাজিয়া মাহমুদ।


“বাংলাদেশী ওয়েডিং এক্সপো ২০২৪” এর উদ্যোক্তা নাজিয়া মাহমুদ বলেন, দর্শনার্থীদের পদচারণায় মুখরিত ছিল সিডনির ম্যাকুয়ারি লিংক ইন্টারন্যাশনাল গল্ফ ক্লাবের প্রদর্শনী প্রাঙ্গন।
Wedding Expo 2.jpg
এই অনুষ্ঠানটির উদ্যোক্তাদের পক্ষ থেকে ইস্যু করা একটি প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সিডনির সব নামিদামি বাংলাদেশী রেস্তোরাঁ ও খাদ্য পরিবেশন সেবাসমূহ, তার সাথে অনলাইন ভিত্তিক পোশাক ও ঐতিহ্যবাহী গহনার বিপণিগুলো তাদের সম্ভার নিয়ে এই প্রদর্শনীতে অংশ গ্রহণ করে। এছাড়াও একটি বিয়ের অনুষ্ঠানে যেসব উপকরণ ও সেবা সমূহের সম্পৃক্ততা থাকে, তার প্রায় সবই উপস্থিত ছিল এই প্রদর্শনীতে। Source: Supplied / Nazia Mahmud
এতে উপস্থিত ছিলেন সিটি অব ক্যান্টারবুরির কাউন্সিলর সাজেদা আক্তার সানজিদা-সহ সিডনির বাংলাদেশী কমিউনিটির আরও অনেক গণ্য-মান্য ব্যক্তিবর্গ।

এ অনুষ্ঠানের মাধ্যমে প্রবাসের বুকে বিশুদ্ধ বাংলাদেশী বিবাহ উৎসব আয়োজনের সব ক্ষেত্রগুলো প্রদর্শিত হয়, বলেন নাজিয়া মাহমুদ।
Nazia Mahmud.jpg
“বাংলাদেশী ওয়েডিং এক্সপো ২০২৪” এর উদ্যোক্তা নাজিয়া মাহমুদ বলেন, দর্শনার্থীদের পদচারণায় মুখরিত ছিল সিডনির ম্যাকুয়ারি লিংক ইন্টারন্যাশনাল গল্ফ ক্লাবের প্রদর্শনী প্রাঙ্গন। Source: Supplied / Nazia Mahmud
এই অনুষ্ঠানটির উদ্যোক্তাদের পক্ষ থেকে ইস্যু করা একটি প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সিডনির সব নামিদামি বাংলাদেশী রেস্তোরাঁ ও খাদ্য পরিবেশন সেবাসমূহ, তার সাথে অনলাইন ভিত্তিক পোশাক ও ঐতিহ্যবাহী গহনার বিপণিগুলো তাদের সম্ভার নিয়ে এই প্রদর্শনীতে অংশ গ্রহণ করে। এছাড়াও একটি বিয়ের অনুষ্ঠানে যেসব উপকরণ ও সেবা সমূহের সম্পৃক্ততা থাকে, তার প্রায় সবই উপস্থিত ছিল এই প্রদর্শনীতে।
Wedding Expo 3.jpg
এ অনুষ্ঠানের মাধ্যমে প্রবাসের বুকে বিশুদ্ধ বাংলাদেশী বিবাহ উৎসব আয়োজনের ক্ষেত্রগুলো প্রদর্শিত হয়, বলেন এর অন্যতম উদ্যোক্তা নাজিয়া মাহমুদ। Source: Supplied / Nazia Mahmud
নাজিয়া মাহমুদের সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।
এসবিএস রেডিও সম্প্রচার-সূচী হালনাগাদ করেছে, এখন থেকে প্রতি সোম ও বৃহস্পতিবার, বিকাল ৩টায়, এসবিএস পপদেশীতে আমাদের অনুষ্ঠান শুনুন, লাইভ।

কিংবা, পুরনো সময়সূচীতেও আপনি আমাদের অনুষ্ঠান শোনা চালিয়ে যেতে পারেন। প্রতি সোম ও শনিবার, সন্ধ্যা ৬টায়, এসবিএস-২ এ।
Bangla_New time_screenshot.png
৫ অক্টোবর থেকে নতুন চ্যানেলে ও নতুন সময়ে যাচ্ছে SBS Bangla Credit: SBS
রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: 

এ সম্পর্কে আরও জানতে ভিজিট করুন:

আমাদেরকে অনুসরণ করুন 

Share