কোয়ালার আবাসভূমি পুনরায় গড়তে ড্রোন ব্যবহার করবে অস্ট্রেলিয়া

গ্রীষ্মকালীন ভয়াবহ বুশফায়ারের পর ভষ্মীভূত প্রকৃতির পুনর্গঠনে বিশেষ ধরনের ড্রোনের সাহায্য নেওয়া হবে অস্ট্রেলিয়ায়। দুর্গম ও অগম্য স্থানগুলোতে ড্রোনের সাহায্যে বীজ ছিটানো হবে। ওয়ার্ল্ড ওয়াইল্ডলাইফ ফান্ড (WWF) অস্ট্রেলিয়া বলছে, ড্রোনের মাধ্যমে দিনে প্রায় ৪০,০০০ বীজ বপন করা যাবে, যার মধ্যে ইউক্যালিপটাস গাছের বীজও থাকবে।

Published 20 October 2020 10:37am
Updated 20 October 2020 10:41am
Presented by Sikder Taher Ahmad


Share this with family and friends