বুশফায়ারে ক্ষতিগ্রস্তরা কী ধরনের আয়কর সুবিধা পাবেন?

Worker try to put out a bushfire behind a row of factories near West Queenbeyan, 10km west of Canberra.

Worker try to put out a bushfire behind a row of factories near West Queenbeyan, 10km west of Canberra. Source: AAP

Get the SBS Audio app

Other ways to listen

বুশফায়ারে ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোকে অস্ট্রেলিয়ার আয়কর বিভাগ কী ধরনের ছাড় দিবে, এ নিয়ে এসবিএস বাংলার সঙ্গে কথা বলেছেন আয়কর উপদেষ্টা অ্যাশ খন্দকার ওরফে আশরাফ খন্দকার।


এবারের বুশফায়ার সিজনে অস্ট্রেলিয়ার বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। এ পর্যন্ত অন্তত ২৭ ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া গেছে, পুড়ে গেছে ছয় মিলিয়ন হেক্টরেরও বেশি ভূমি, বিধ্বস্ত হয়েছে দু’হাজারেরও বেশি ঘর-বাড়ি। বুশফায়ারে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সহায়তায় এগিয়ে আসছে সরকার ও জনগণ। অস্ট্রেলিয়ার আয়কর বিভাগ কী বুশফায়ারে ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোকে কোনো ছাড় দিবে? এ বিষয়ে আয়কর উপদেষ্টা (ট্যাক্স-এজেন্ট) অ্যাশ খন্দকার ওরফে আশরাফ খন্দকার এসবিএস বাংলাকে বলেন, ক্ষতিগ্রস্ত মানুষেরা তাদের জীবনে ছন্দ ফিরিয়ে আনার চেষ্টা করছেন। আয়কর বা অন্যান্য বিষয়গুলো নিয়ে ভাবার সময় কম।

তিনি বলেন,

“ফেডারাল সরকার ও তাদের কিছু সংস্থা, তারা বেশ কিছু উদ্যোগ নিয়েছে মানুষকে খানিকটা স্বস্তি দেওয়ার জন্য এবং ট্যাক্সের বিষয়ে কিছুটা কনসেশন এবং ভর্তুকি দেওয়ার জন্য।”

“তারা একটা হটলাইন খুলেছে, যেখানে আপনি ইমার্জেন্সি ভিত্তিতে যদি আপনার কোনো ট্যাক্স বিষয়ক পরামর্শের দরকার হয়, আপনি সেখানে ফোন করে তাদের সঙ্গে কথা বলতে পারবেন। সেই নম্বরটি হচ্ছে ১৮০০ ৮০৬ ২১৮। এখানে ট্যাক্স বিষয়ক বেশ কিছু পরামর্শ আপনি পাবেন। বিশেষ করে বুশফায়ার সংক্রান্ত এই কনসেশনগুলির ব্যাপারে বেশ কিছু নন-ফাইন্যান্সিয়াল মেজারস, যেমন, ট্যাক্স রিটার্ন এবং অ্যাক্টিভিটি স্টেটমেন্ট সাবমিট করার যে ডেডলাইন থাকে, সেটাকে অনেকখানি বাড়িয়ে দেওয়া হয়েছে।”

অ্যাশ খন্দকার আরও বলেন, ATO  তাদের ওয়েবসাইটে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর পোস্টকোডের তালিকা তৈরি করেছে এবং প্রকাশ করেছে সবগুলো রাজ্যের মধ্যে।

ডিজাস্টার রিকভারি অ্যালাওয়েন্স (DRA) সম্পর্কে তিনি বলেন,

“ডিজাস্টার রিকভারি অ্যালাওয়েন্স (DRA), সেই পেমেন্টটা সারা বছর আসলে চালু থাকে না। যখন কোনো একটা প্রাকৃতিক দুর্যোগ হয় তখন তারা সেই পেমেন্টটার জন্য মানুষকে আবেদন করতে বলে। এখন সেটির জন্য আবেদন করা যাবে।”

ইনস্যুরেন্স পেমেন্ট অথবা যারা কোনোভাবে সাহায্য পাচ্ছেন কোনো সংস্থার কাছ থেকে, এ রকম ক্ষেত্রে কী আয়কর দিতে হবে? এ সম্পর্কে অ্যাশ খন্দকার বলেন,

“ট্যাক্স অফিস বলছে যে, আপনাকে যদি কেউ সাহায্য করে, ইমার্জেন্সি রিলিফ হিসেবে, যেমন, রেডক্রস বা আপনার বন্ধু-বান্ধব বা আপনার এমপ্লয়ার, সেগুলি করমুক্ত।”

“আর ইনস্যুরেন্স পেমেন্টের ক্ষেত্রে যেটা হলো যে, আপনার যদি কোনো পারসোনাল অ্যাসেট, যেমন, আপনার নিজের বাড়ি কিংবা নিজের গাড়ির যদি ক্ষতি হয়, তার জন্য আপনি যদি ইনস্যুরেন্স থেকে ক্ষতিপূরণ পেয়ে থাকেন, সেটিও পুরোপুরি করমুক্ত হবে।”

অ্যাশ খন্দকারের মতে,

“যদি আপনার কমার্শিয়াল অ্যাসেট, যেমন, আপনার হোটেল বা আপনার ফার্ম যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, কিংবা আপনার কমার্শিয়ালী ব্যবহার করা গাড়ি, সেক্ষেত্রে আপনার ক্যাপিটাল গেইনস ট্যাক্স অ্যাপ্লিকেবল (প্রযোজ্য) হবে অথবা আপনি সেই ক্যাপিটাল গেইন ট্যাক্সকে আপনার নতুন যে অ্যাসেট আপনি কিনবেন সেই টাকা দিয়ে, সেই অ্যাসেটে ট্রান্সফার করতে পারবেন।”

অ্যাশ খন্দকার ওরফে আশরাফ খন্দকারের সাক্ষাৎকারটি বাংলায় শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।

Follow SBS Bangla on .

Share