কোভিড-১৯ আপডেট: অস্ট্রেলিয়ায় কোভিড সংক্রমণ ও হাসপাতালে ভর্তির সংখ্যা বেড়েই চলেছে

অস্ট্রেলিয়ায় কোভিড-১৯ আপডেট: ২১ জুলাই ২০২২।

People are seen wearing face mask’s in the CBD of Brisbane, Wednesday, July 20, 2022. Queenslanders are being asked to carry a mask at all times as the state records more than 9600 new COVID-19 cases. (AAP Image/Darren England) NO ARCHIVING

자발적으로 마스크를 착용하는 시민들이 늘고 있다. Source: AAP Image/Darren England

বৃহস্পতিবারে অস্ট্রেলিয়ায় আরও ৫৫ হাজার ৬০২ জনের কোভিড সংক্রমণ ও  কমপক্ষে ৮৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আর কুইন্সল্যান্ডে গত এপ্রিলের পর থেকে সর্বোচ্চ দৈনিক কোভিড সংক্রমণের খবর পাওয়া গেছে।

ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া, সাউথ অস্ট্রেলিয়া, টাসমানিয়া এবং নর্দার্ন টেরিটরির  হাসপাতালগুলোতে কোভিড সংক্রমণের কারণে গত চার মাসের ভেতর সবচেয়ে বেশি রোগী ভর্তির খবর জানা গেছে।

অস্ট্রেলিয়ায় কোভিড-১৯ এর সর্বশেষ নতুন কেস, হাসপাতালে ভর্তি এবং মৃত্যুর তথ্যের জন্য দেখুন।

অস্ট্রেলীয় গবেষকরা প্রথমবারের মত একটি স্প্রে তৈরি করেছেন যা দীর্ঘ সময় ধরে কোনো সারফেস বা পৃষ্ঠে কোভিড-১৯ সহ অন্যান্য ব্যাকটেরিয়া ও ভাইরাসের বিস্তার রোধ করে।

সিডনি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা দাবি করেছেন, এই স্প্রেটি অন্য জীবাণুনাশকের চেয়ে বেশি নিরাপদ। এটি লিফটের বাটন ও সিঁড়ির রেইলে প্রয়োগ করা সম্ভব হবে। স্কুল, হাসপাতাল এবং রেস্তোঁরায়ও এটি নিরাপদে ব্যবহার করা যাবে।

সর্বশেষ সাপ্তাহিক প্রতিবেদন অনুযায়ী নিউ সাউথ ওয়েলসে ফিরে আসা আন্তর্জাতিক যাত্রীদের ভেতর সাতটি নতুন BA.2.75 ভ্যারিয়েন্টের সংক্রমণ ধরা পড়েছে। দশটিরও বেশি দেশে এই নতুন ভ্যারিয়েন্টের আবির্ভাব ঘটেছে বলে জানা গেছে, তবে এর তীব্রতা এখনও জানা যায়নি।

নিউ সাউথ ওয়েলসে গত সপ্তাহে যে ১৪২ জন কোভিড-১৯ এ মারা গেছেন, তাঁদের মধ্যে মাত্র ৯৬ জন (বা ৬৮ শতাংশ) কোভিড-১৯ টীকার তৃতীয় ডোজ পেয়েছেন এবং আরও ৪৬ জন তৃতীয় ডোজের জন্য উপযুক্ত ছিলেন।

ন্যাশনাল কেবিনেটের পরবর্তী বৈঠকে নেতারা ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়াই কোভিডের অ্যান্টিভাইরাল ঔষধ পেতে অনুমতি দেওয়া যাবে কিনা তা নিয়ে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে।

পাঁচ বছরের কম বয়সী শিশুদের মধ্যে মডার্নার স্পাইকভ্যাক্স ভ্যাকসিন দেয়ার জন্যে TGA-র অস্থায়ী অনুমোদনের পর বুধবার অস্ট্রেলিয়ান টেকনিক্যাল অ্যাডভাইজরি গ্রুপ অন ইমিউনাইজেশন এ বিষয়ে একটি বৈঠক করে।

টীকা বিষয়ক শীর্ষ উপদেষ্টা সংস্থা বলেছে যে তারা তথ্য পর্যালোচনা করছে এবং যথাসময়ে স্বাস্থ্যমন্ত্রীকে তাদের পরামর্শ জানাবে।

নর্দার্ন টেরিটরির ভারপ্রাপ্ত চিফ হেলথ অফিসার ড: চার্লস পেইন সেখানে কোভিড সংক্রমণ বেড়ে যাওয়ার কারণে ডারউইন শো-এর ছুটিতে অধিবাসীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা তাদের সর্বশেষ সাপ্তাহিক (১১-১৭ জুলাই) প্রতিবেদনে উল্লেখ করেছে যে, গত পাঁচ সপ্তাহ ধরে বিশ্বব্যাপী আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ার পর এখন আবার সেটি হ্রাস পেয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ইতালি, জার্মানি এবং জাপানে সবচেয়ে বেশি সংখ্যক সংক্রমণ হয়েছে বলে জানা গেছে।
কোভিড-১৯ বৈশ্বিক মহামারী সম্পর্কিত বিদ্যমান বিধিনিষেধ ও তথ্যাবলী আপনার ভাষায় জানতে ভিজিট করুন এই 

আপনার ভাষায় কোভিড-১৯ ভ্যাকসিনের তথ্যের জন্য দেখুন: .



প্রতিটি স্টেট ও টেরিটোরিতে কোভিড-১৯ টেস্টিং ক্লিনিকের জন্য দেখুন:



আপনি যদি র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট (র‍্যাট) করে পজিটিভ হন, তাহলে এখানে নিবন্ধন করুন: 



অস্ট্রেলিয়ায় আপনি কী করতে পারবেন এবং কী করতে পারবেন না সেসব সম্পর্কে জানতে দেখুন:

আর্থিক সহায়তার প্রয়োজন হলে দেখুন: 

আপনার ভাষায় কোভিড-১৯ বিষয়ক বিভিন্ন পরিভাষা সম্পর্কে জানতে দেখুন: 



এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা রেডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত। রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন:  

আমাদেরকে অনুসরণ করুন 

Share
Published 21 July 2022 3:48pm
Presented by Tareq Nurul Hasan


Share this with family and friends