সেপ্টেম্বরে দিল্লিতে মমতা-হাসিনা বৈঠক?

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলাদেশ সফরে আমন্ত্রণ জানিয়েছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। এশিয়ার অন্যতম দীর্ঘ পদ্মা সেতু দেখার জন্যই এই আমন্ত্রণ।

 India and Bangladesh playing their first day-night test match with a pink ball.

PM of Bangladesh Sheikh Hasina and CM of West Bengal Mamata Banerjee and Sourav Ganguly pose for a photograph in Kolkata, India, Friday, Nov. 22, 2019. Source: AAP Image/AP Photo/Bikas Das

মঙ্গলবার বিকালে ঢাকা থেকে নবান্নে ভারতের মুখ্যমন্ত্রীকে পাঠানো আমন্ত্রণপত্রে বাংলাদেশের প্রধানমন্ত্রী লিখেছেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের জন্য আমন্ত্রণ করছেন।

সেপ্টেম্বরে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্ধারিত নয়াদিল্লি সফরকালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে সাক্ষাতের সুযোগ সৃষ্টি হবে বলে আশা রাখেন। রাজ্য প্রশাসন সূত্রে খবর, এখনও পর্যন্ত সেপ্টেম্বরে মুখ্যমন্ত্রীর নয়াদিল্লি সফরের কোনও কর্মসূচি চূড়ান্ত হয় নি। তবে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর আন্তরিক সম্পর্ক এতটাই নিবিড় যে, মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি যাবেন নাকি বাংলাদেশের প্রধানমন্ত্রী কলকাতা ছুঁয়ে ঢাকা ফিরবেন তা এখনও স্পষ্ট নয়।
নিজের হাতে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে, ছোট বোন মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী শেখ হাসিনা লিখেছেন, দু’বাংলার ভাষা, সংস্কৃতি ও আদর্শগত সাদৃশ্যের উপর ভিত্তি করে বিদ্যমান সম্পর্ককে দৃঢ়তর করতে একযোগে কাজ করার বিকল্প নেই। আর নবনির্মিত সেতু নিয়ে বলতে গিয়ে বঙ্গবন্ধু কন্যা আশা প্রকাশ করেছেন, পদ্মা সেতু বাংলাদেশের সাথে পশ্চিমবঙ্গ তথা ভারতের আত্মিক বন্ধনকে আরও দৃঢ় করবে ও বাণিজ্যিক সম্পর্কে সম্ভাবনার নতুন দ্বার উন্মোচন করবে।

উল্লেখ্য, দু’বছর আগে ইডেন গার্ডেন্সে ভারত-বাংলাদেশ গোলাপি টেস্ট উপলক্ষ্যে ভারতে এসেছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেসময় ইডেনে বঙ্গবন্ধু কন্যা ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে একসঙ্গে দেখা গিয়েছিল। তার বাইরেও আলাদা করে বৈঠক করেছেন দুই নেত্রী। সদ্যই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে বাংলাদেশের আম পাঠিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এদিকে, পশ্চিমবঙ্গের সরকারের পাঠানো রাজ্যের নাম বদলে বাংলা রাখার প্রস্তাব পেয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। সংসদে এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই৷ মঙ্গলবার লোকসভায় এক প্রশ্নের জবাবে নিত্যানন্দ রাই জানিয়েছেন, পশ্চিমবঙ্গ সরকারের তরফে রাজ্যের নাম বদলানোর প্রস্তাব এসে পৌঁছেছে তাদের কাছে। সেই প্রস্তাবে তিনটি ভাষা বাংলা, ইংরেজি এবং হিন্দিতে পশ্চিমবঙ্গের নাম বদলে ‘বাংলা’ করার কথা বলা হয়েছে। গত পাঁচ বছরে তাদের কাছে শহরের নাম বদলানোর যত প্রস্তাব এসেছিল তার প্রত্যেকটিতেই তারা ছাড়পত্র দিয়েছে। ঐতিহ্যবাহী এলাকার নাম বদলানোর নির্দেশিকাতেও তারা কোনও বদল আনে নি।

তৃণমূল কংগ্রেস সাংসদ সায়দা আহমেদ লোকসভায় এই সংক্রান্ত কিছু তথ্য চেয়েছিলেন। তারই জবাবে পশ্চিমবঙ্গের নাম বদলের কথা বলেছে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। তৃণমূল কংগ্রেস সাংসদ সায়দা আহমেদ জানতে চেয়েছিলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে দেশের বিভিন্ন শহরের নাম বদলাতে চেয়ে কতগুলি প্রস্তাব এতদিন যাবৎ জমা পড়েছে। এবং কেন্দ্র ঐতিহ্যবাদী জায়গার নাম বদলানো সংক্রান্ত নির্দেশিকায় কোনও রকম বদল এনেছে কিনা।

উল্লেখ্য, ২০১৬ সাল থেকেই রাজ্যের নাম বদলানোর চেষ্টা শুরু করেছে পশ্চিমবঙ্গ সরকার। প্রথমে তিনটি ভাষায় তিনটি নামের প্রস্তাব দেওয়া হয়েছিল কেন্দ্রকে। পরে ২০১৮ সালে তিনটি ভাষাতেই একই নাম বদলানোর প্রস্তাব দেওয়া হয়। তবে দু’বারই আলাদা আলাদা কারণ দেখিয়ে সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছিল কেন্দ্রীয় সরকার।
Follow SBS Bangla on .

এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা রেডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত। রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: 

আমাদেরকে অনুসরণ করুন 

Share
Published 20 July 2022 12:36pm
By Partha Mukhopadhyay

Share this with family and friends