বাংলাদেশের একটি টিভি চ্যানেল এই প্রথম একজন ট্রান্সজেন্ডার খবর পাঠক নিয়োগ দিয়েছে

একটি বাংলাদেশি স্যাটেলাইট টেলিভিশন স্টেশন দেশের প্রথম একজন ট্রান্সজেন্ডার খবর পাঠক নিয়োগ করেছে, তাদের প্রত্যাশা এই নিয়োগ সামাজিক দৃষ্টিভঙ্গিতে 'পরিবর্তন' আনতে সহায়তা করবে।

News

Source: AP

এক্টিভিস্ট তাসনুভা আনান শিশির গত সোমবার প্রথমবারের টিভি পর্দায় খবর পাঠক হিসেবে উপস্থিত হন। তিনি বাংলাদেশের পরিবারগুলোকে ট্রান্সজেন্ডার কমিউনিটির মানুষদের আরো স্বাভাবিকভাবে গ্রহণ করার আবেদন জানান।

তাসনুভা আনান শিশির বলেন, তিনি তার খরচ জোগাতে সারাজীবন কষ্ট করেছেন।

তিনি তার প্রথম খবর সম্প্রচারের অভিজ্ঞতা বর্ণনা করে বলেন, "আমি সত্যিই ভাগ্যবান যে সরকারি-বেসরকারি কর্মকর্তারা আমার পড়া সংবাদ শুনতে অপেক্ষা করেছিলেন। আমি খুব নার্ভাস ছিলাম, আমি আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম, এবং আমার মনে হয়েছিল এই চূড়ান্ত পরীক্ষায় এমন পরিস্থিতিকে জয় করতেই হবে।"

ভিডিওটি দেখতে ওপরের ছবিতে ক্লিক করুন ।

আরও দেখুনঃ



Share
Published 10 March 2021 8:22am
Updated 10 March 2021 9:04am
Presented by Shahan Alam
Source: AP

Share this with family and friends