২০২২ সালের বাজেটে কারা লাভবান কিংবা ক্ষতিগ্রস্ত হলেন?

Australian Treasurer Josh Frydenberg hands down his fourth budget in the House of Representatives at Parliament House in Canberra, Tuesday, March 29, 2022.  (AAP Image/Lukas Coch) NO ARCHIVING

Australian Treasurer Josh Frydenberg hands down his fourth budget in the House of Representatives at Parliament House in Canberra. Source: AAP

Get the SBS Audio app

Other ways to listen

ফেডারেল নির্বাচনকে সামনে রেখে কোয়ালিশন সরকার বাজেট আগেভাগেই প্রকাশ করেছে এবং ভোটারদের জন্য তুষ্ট করতে তারা যা দিচ্ছে তার মূল্য বিলিয়ন ডলার। কিন্তু প্রশ্ন হচ্ছে এই বাজেটে কারা প্রকৃত বিজয়ী আর ক্ষতিই বা হলো কাদের?


গুরুত্বপূর্ণ দিকগুলো

  • আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় আবগারি শুল্ক ৪৪ সেন্টের অর্ধেক করা হয়েছে
  • নতুন এককালীন ৪২০ ডলার 'কস্ট অফ লিভিং' কর ছাড় দেয়া হচ্ছে
  • বাজেটের সমালোচকরা বলছেন 'এতে কোন স্থায়ী সমাধান নেই, শুধু সাময়িক ব্যবস্থা মাত্র'

ট্রেজারার জশ ফ্রিডেনবার্গ তার চতুর্থ বাজেট পেশের সময়ে আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, অস্ট্রেলিয়া এখনো অর্থনৈতিকভাবে শক্ত অবস্থানে আছে।

ইদানীং পেট্রোলের দাম বেশ চড়া। কিন্তু সরকার বলছে এখনও আপনি গাড়ির তেল কিনতে পারবেন - কারণ এবারের বাজেটে সরকার আপনাকে কিছুটা স্বস্তি দিচ্ছে।

জ্বালানি তেলের আবগারি শুল্ক ৪৪ সেন্টের অর্ধেক করা হয়েছে। তবে এর পুরো সুফল পেতে আরও দুসপ্তাহ অপেক্ষা করতে হবে - এবং রিজিওনাল এলাকায় সম্ভবত আরও বেশি সময় লাগবে।

তবে এই ব্যবস্থা অস্থায়ী; সেপ্টেম্বর পর্যন্তই সরকারি সহায়তা থাকবে।
বাজেটে ৬ মিলিয়ন অস্ট্রেলিয়ানদের জন্য জনপ্রতি ২৫০ ডলার এককালীন নগদ অর্থ বরাদ্দ করা হয়েছে।

এছাড়া আরও ১০ মিলিয়ন নিম্ন এবং মধ্যম আয়ের অস্ট্রেলিয়ানরাও আর্থিক সুবিধা পাবে।

ট্যাক্স অফসেট স্কিমের অধীনে তারা ইতিমধ্যে ঘোষিত করছাড় পাবে ১০৮০ ডলার পর্যন্ত।

এছাড়া নতুন এককালীন ৪২০ ডলার 'কস্ট অফ লিভিং' কর ছাড় দেয়া হচ্ছে, সব মিলিয়ে এর পরিমান দাঁড়াবে ১৫০০ ডলার পর্যন্ত। তবে স্কিমটি এই বছর সম্পূর্ণভাবে শেষ হবে।

তরুণদের জন্য এই বাজেটে নতুন এপ্রেন্টিস প্রোগ্রামের বড় ঘোষণা থাকছে - এবং বাড়ানো হচ্ছে ফার্স্ট হোম বায়ার স্কিম।

কিন্তু অনেকেই এ থেকে লাভবান হবে না, কারণ বাড়ির দাম এতো বেশি যে সেটি তাদের কাছে আর সহনীয় পর্যায়ে নেই ।

বিশ্ববিদ্যালয় বা টেইফ (TAFE) সেক্টরে অর্থায়নের ক্ষেত্রে আসলে নতুন কিছু নেই।

এই বাজেটের আরেকটি কঠিন বাস্তবতা হল ভবিষ্যত প্রজন্ম বছরের পর বছর জাতির ঋণ পরিশোধ করবে।

প্যারেন্টাল লিভ স্কিমেও একটি বড় পরিবর্তন আসছে।

দুটি পৃথক পেমেন্টের পরিবর্তে, সরকার দুই-সপ্তাহের "ড্যাড এন্ড পার্টনার" স্কিম এবং ১৮-সপ্তাহের "প্যারেন্টাল লিভ পে" একত্রিত করে ২০ সপ্তাহের ছুটির একটি বড় পুল তৈরির প্রস্তাব করেছে। এই ছুটি তারা তাদের পছন্দ মতো ভেঙে ভেঙে নিতে পারবে।

এটি সিঙ্গেল প্যারেন্টদের জন্যও উন্মুক্ত।

সরকার বলছে যে এই প্রকল্প থেকে ২,২০০ পরিবার প্রথমবারের মতো ৩৪৫ মিলিয়ন ডলারের সুবিধা পাবে।
এই পরিবর্তনগুলি আগামী বছরের মার্চের মধ্যেই কার্যকর হবে।

কিন্তু এই সমস্ত ব্যয়ের সাথে সরকারকে কিছু কাটছাঁটও করতে হবে এবং বাজেটে তিন বিলিয়ন ডলারের ফাঁক ফোকর আছে যা পরিষ্কার নয়।

লেবার সতর্ক করছে যে এইসব কাটছাঁট এখনো বোঝা যাচ্ছে না। লেবার পার্টির শ্যাডো ট্রেজারার জিম চালমার্স বলছেন এই বাজেট কোন দীর্ঘমেয়াদী সুফল দেবে না, এটি শুধু কোয়ালিশনকে ক্ষমতায় রাখার জন্য করা হয়েছে।

একই বক্তব্য অস্ট্রেলিয়ান কাউন্সিল অফ সোশ্যাল সার্ভিসেসের সিইও ক্যাসান্দ্রা গোল্ডিরও। তিনি বলেন, এতে কোন স্থায়ী সমাধান নেই, শুধু সাময়িক ব্যবস্থা মাত্র।

তবে সরকার বলছে যে নির্বাচনী প্রচারণার সময় তাদের প্রকল্প ব্যযয়ের বিষয়গুলো আরও পরিষ্কার হবে।

পুরো প্রতিবেদনটি বাংলায় শুনতে উপরের অডিও প্লেয়ারে ক্লিক করুন। 

Follow SBS Bangla on .


এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা রেডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত। রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: 

আমাদেরকে অনুসরণ করুন 

আরও দেখুন:

Share