মেলবোর্নে বহু-সাংস্কৃতিক সম্প্রদায়ের মিলনমেলা রয়্যাল বেঙ্গল স্পোর্টস ক্লাব

Royal Bengal Sports Club

Royal Bengal Sports Club, Melbourne. Source: Supplied

Get the SBS Audio app

Other ways to listen

মেলবোর্নে চার বছর আগে প্রতিষ্ঠিত হয়েছে রয়্যাল বেঙ্গল স্পোর্টস ক্লাব। বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রী লঙ্কান কমিউনিটির সদস্যরা এতে ক্রিকেট, সকার ও ব্যাডমিন্টন খেলেন। ক্লাবটির প্রেসিডেন্ট আইকেএম মোখতারুল ওয়াদুদ এবং সিইও মিজানুর রহমান কথা বলেছেন এসবিএস বাংলার সঙ্গে।


মেলবোর্নে রয়্যাল বেঙ্গল স্পোর্টস ক্লাব প্রতিষ্ঠিত হয় প্রায় চার বছর আগে। এর প্রেসিডেন্ট আইকেএম মোখতারুল ওয়াদুদ বলেন, এই ক্লাবের সদস্যদের মধ্যে রয়েছেন দক্ষিণ এশিয়ার বিভিন্ন কমিউনিটির, যেমন, বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রী লঙ্কান কমিউনিটি থেকে আগত ব্যক্তিরা। তারা এখানে ক্রিকেট, সকার ও ব্যাডমিন্টন খেলেন। বর্তমানে সদস্য সংখ্যা প্রায় ১৫০ জন। এদের মধ্যে প্রায় ১০০ জন বাংলাদেশী কমিউনিটির সদস্য।

মোখতারুল ওয়াদুদ বলেন, ক্লাবের সদস্য সংখ্যা প্রতিদিনই বাড়ছে। ক্লাবটিতে ছোটদের খেলার ব্যবস্থা রয়েছে। নারীদের খেলারও সুযোগ রয়েছে।

মোখতারুল ওয়াদুদের মতে, ক্লাবটি প্রতিষ্ঠার উদ্দেশ্য হলো, শুধুমাত্র খেলাধুলা করাই নয়, খেলাধুলা করার সঙ্গে সঙ্গে একটি স্বাস্থ্যকর জীবনযাত্রা বজায় রাখা। সবাই মিলে একটি স্বাস্থ্যকর জীবনযাত্রা নিশ্চিত করতে চান তিনি।
Dr IKM Mokhtarul Wadud (L), President and Mizan Rahman (R), CEO, Royal Bengal Sports Club, Melbourne.
Dr IKM Mokhtarul Wadud (L), President and Mizan Rahman (R), CEO, Royal Bengal Sports Club, Melbourne. Source: Supplied
রয়্যাল বেঙ্গল স্পোর্টস ক্লাবের সিইও মিজানুর রহমান বলেন, তারা গ্রীষ্মকালীন এবং শীতকালীন ক্রিকেট লীগে অংশ নেন। ক্রিকেটে চারটি সিনিয়র দল রয়েছে। দুটি জুনিয়র দল আছে, অনুর্ধ্ব-১৩ এবং অনুর্ধ্ব-১১।

জুনিয়র দলের প্রশংসা করেন মিজানুর রহমান। তিনি আরও বলেন, সকারের দুটি দল আছে এবং ব্যাডমিন্টনও খেলা হয়।

এই ক্লাবটির সদস্যদেরকে বার্ষিক ৫০ ডলার চাঁদা দিতে হয়।

আইকেএম মোখতারুল ওয়াদুদ এবং মিজানুর রহমানের সাক্ষাৎকার বাংলায় শুনতে উপরের অডিও প্লেয়ারটিতে ক্লিক করুন।

Follow SBS Bangla on .

Share