বাংলাদেশ পুলিশ বাহিনীতে নারী কর্মকর্তারা তাদের যোগ্যতার প্রমাণ রাখছেন

Syeda Zannat Ara, SP Bangladesh Police

Syeda Zannat Ara, Superintendent of Police, Bangladesh. Source: Supplied

Get the SBS Audio app

Other ways to listen

বাংলাদেশ পুলিশ বাহিনীতে সুপারিন্টেন্ডেন্ট অফ পুলিশ (এসপি) হিসেবে কাজ করছেন সৈয়্যদা জান্নাত আরা। কর্মসূত্রে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে অংশ নিয়ে তিনি সুদান এবং কঙ্গোতে কাজ করেছেন। কঙ্গোতে Women FPU (Formed Police Unit) এর কমান্ডার ছিলেন। সম্প্রতি অস্ট্রেলিয়া সফরে এসেছেন তিনি।


বাংলাদেশ পুলিশ বাহিনীতে সুপারিন্টেন্ডেন্ট অফ পুলিশ (এসপি) হিসেবে কাজ করছেন সৈয়্যদা জান্নাত আরা। ২০০৩ সালে তিনি পুলিশ বাহিনীতে এ-এস-পি হিসেবে যোগ দেন। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি পদার্থবিদ্যায় পড়াশোনা করেছেন। এছাড়া, জাপানের ইয়ামাগুচি বিশ্ববিদ্যালয়ে তিনি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে মাস্টার ডিগ্রি করেছেন।
 
কর্মসূত্রে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে অংশ নিয়ে তিনি সুদান এবং কঙ্গোতে কাজ করেছেন। কঙ্গোতে Women FPU (Formed Police Unit) এর কমান্ডার ছিলেন।
 
এখন তিনি বাংলাদেশ ভলিবল ফেডারেশনের নারী কমিটির চেয়ারম্যান এবং বাংলাদেশ জুডো ফেডারেশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান হিসেবে কাজ করছেন। এছাড়া, বাংলাদেশ পুলিশ ভলিবল ক্লাবের সেক্রেটারিও তিনি।
 
সৈয়্যদা জান্নাত আরার সাক্ষাৎকারটি বাংলায় শুনতে উপরের অডিও প্লেয়ারটিতে ক্লিক করুন।
Follow SBS Bangla on .

Share