এসবিএস বাংলা শীর্ষ খবর: ০৫ আগস্ট, ২০২৪

Protesters get injured after anti-quota protests in Dhaka, Bangladesh - 4 Aug 2024

Smoke rises from the Bangabandhu Sheikh Mujib Medical University premises after a clash between students and government supporters during a demonstration. A clash between students and government supporters during a protest in Dhaka to demand justice for the victims arrested and killed in the recent anti-quota protests. (Photo by Fatima Tuj Johora / SOPA Images/Sipa USA) Source: SIPA USA / Fatima Tuj Johora / SOPA Images/Fatima Tuj Johora / SOPA Images/Sipa USA

Get the SBS Audio app

Other ways to listen

অস্ট্রেলিয়ার জাতীয় ও আন্তর্জাতিক সংবাদের জন্য আজকের এসবিএস বাংলা শীর্ষ খবর শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।


আজকের শীর্ষ খবর:
  • বাংলাদেশে নতুন করে সরকার বিরোধী বিক্ষোভের মধ্যে সহিংসতায় অন্তত ১০০ জনের মৃত্যু এবং শতাধিক আহত। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য সরকার মোবাইল ইন্টারনেট বন্ধ করে দিয়েছে এবং অনির্দিষ্টকালের জন্য কার্ফিউ জারি করেছে। পাশাপাশি আরও তিন দিনের সাধারণ ছুটিও ঘোষণা করেছে সরকার।
  • অস্ট্রেলিয়ানদেরকে অবিলম্বে লেবানন ত্যাগ করার জন্য বারবার আহ্বান জানিয়েছেন ফরেইন মিনিস্টার পেনি ওয়াং। তিনি বলেছেন যে, অস্ট্রেলিয়ানরা যেন যে-কোনো উপায়ে লেবানন ত্যাগ করে। এমনকি, সরাসরি রুট না হলেও, বলেন তিনি। ইসরায়েল ও লেবাননের মধ্যে সংঘর্ষ আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে।
  • সম্প্রতি নিযুক্ত হোম অ্যাফেয়ার্স মিনিস্টার টনি বার্ক বলেছেন, গাজা থেকে পালিয়ে অস্ট্রেলিয়ায় আসা ফিলিস্তিনিদের ভিজিটর ভিসার মেয়াদ বাড়ানোর উপায় খুঁজছেন তিনি। তিনি নিশ্চিত করেন যে, ভুক্তভোগীদের জন্য সরকার ‘পরবর্তী পদক্ষেপ’ দেখছে তবে এখনও চুড়ান্ত কোনো সিদ্ধান্তে পৌঁছায় নি।
  • জুয়ার বিজ্ঞাপন নিষিদ্ধ করতে ব্যর্থ হওয়ার জন্য সরকারের সমালোচনা করেছেন জুয়া সংস্কারের সমর্থকরা। নাইন নিউজপেপার্স রিপোর্ট করেছে যে, বেটিং বিজ্ঞাপনের সম্প্রচার প্রতিটি চ্যানেলে ঘণ্টায় দু’টিতে নামিয়ে আনা হবে। এছাড়া, স্পোর্টিং ইভেন্টগুলোর সরাসরি সম্প্রচারের আগে ও পরে উভয় পাশে এক ঘণ্টার জন্য বিজ্ঞাপন নিষিদ্ধ করা হবে।
  • ইসরায়েলে ছুরিকাঘাতে দু’জন নিহত ও আরও দু’জন আহত হয়েছে। ওয়েস্ট ব্যাংক বা পশ্চিম তীরের একজন ফিলিস্তিনি ব্যক্তি তেল আবিবের দক্ষিণে একটি পেট্রোল স্টেশনের কাছে বেশ কয়েকজন লোককে আক্রমণ করেছে বলে অভিযোগ। পরে পুলিশ গুলি করে তাকে হত্যা করে বলে জানিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ।
  • প্যারিস অলিম্পিকে আরও দুটি রৌপ্য পদক যোগ হলো অস্ট্রেলিয়ার। মেয়েদের ৫০ মিটার ফ্রিস্টাইল সাঁতারে রৌপ্য পদক জিতেছেন মেগ হ্যারিস। এছাড়া, মেয়েদের ৪০০ মিটার মেডলে রিলেতেও রৌপ্য পদক এসেছে। এ নিয়ে এ পর্যন্ত অস্ট্রেলিয়ার সাঁতার দল প্যারিসের পুলে সাতটি স্বর্ণ, আটটি রৌপ্য এবং তিনটি ব্রোঞ্জ জিতেছে।
আপনি কি জানেন, এসবিএস বাংলা অনুষ্ঠান এখন ইউটিউব এবং পাওয়া যাচ্ছে। হ্যাঁ, আমরা আমাদের প্লাটফর্ম বিস্তৃত করছি। এসবিএস সাউথ এশিয়ান, অস্ট্রেলিয়ায় বসবাসরত দক্ষিণ এশীয় সকল জনগোষ্ঠীর জন্য।

এসবিএস বাংলা টিউন করুন এসবিএস অন ডিমান্ডে সোম ও বৃহস্পতিবার বিকাল তিনটায়। দক্ষিণ এশীয় অন্যান্য ভাষায় সম্প্রচারিত অনুষ্ঠানগুলো সরাসরি শুনতেও অন ডিমান্ডে টিউন করুন।

এসবিএস বাংলা লাইভ শুনুনএসবিএস সাউথ এশিয়ান-এ, ডিজিটাল রেডিওতে, কিংবা, আপনার টেলিভিশনের ৩০৫ নম্বর চ্যানেলে। এছাড়া, এসবিএস অডিও অ্যাপ-এ কিংবা আমাদের ওয়েবসাইটে। ভিজিট করুন .

আর, এসবিএস বাংলার এবং ইউটিউবেও পাবেন। ইউটিউবে সাবসক্রাইব করুন চ্যানেল। উপভোগ করুন দক্ষিণ এশীয় ১০টি ভাষায় নানা অনুষ্ঠান। আরও রয়েছে ইংরেজি ভাষায় এসবিএস স্পাইস।

Share