এসবিএস বাংলা শীর্ষ খবর: ৩০ জুলাই, ২০২৪

South Korea Australia

Australian Foreign Minister Penny Wong talks with South Korean Foreign Minister Cho Tae-yul during their meeting at the foreign ministry in Seoul, South Korea, Tuesday, July 30, 2024. (Jeon Heon-kyun/Pool Photo via AP) Source: AAP / JEON HEON-KYUN/AP

Get the SBS Audio app

Other ways to listen

অস্ট্রেলিয়ার জাতীয় ও আন্তর্জাতিক সংবাদের জন্য আজকের এসবিএস বাংলা শীর্ষ খবর শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।


আজকের শীর্ষ খবর:
  • অভিবাসী কর্মীরা যেন অস্ট্রেলিয়ায় থেকে তাদের নিয়োগকর্তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারেন, সেজন্য নতুন একটি ভিসা চালু করেছে ফেডারাল সরকার। গত সপ্তাহে চালু করা হয়েছে এই ওয়ার্কপ্লেস জাস্টিস ভিসা, সাবক্লাস 408. এর মাধ্যমে ১২ মাস পর্যন্ত অস্ট্রেলিয়ায় থাকা যাবে।
  • ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে অস্থিতিশীল করতে এবং আন্তর্জাতিক আইনকে উপেক্ষা করতে রাশিয়া এবং উত্তর কোরিয়া উভয় দেশই কাজ করছে। এ কথা বলেছেন ফরেইন মিনিস্টার পেনি ওয়াং। তিনি আরও বলেন, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ এবং রাশিয়ার সাথে তাদের নিরাপত্তা চুক্তি, এ সবের নিন্দা করেছে কোয়াড, যা তিনি সমর্থন করেন।
  • সিডনিতে, ২১.৬ বিলিয়ন ডলারের মেট্রো লাইনের পূর্ব-নির্ধারিত উদ্বোধন বিলম্বিত হচ্ছে। তবে, উদ্বোধনের নতুন কোনো তারিখ সম্পর্কে এখনও জানা যায় নি। চ্যাটসউড থেকে সিডেনহ্যাম পর্যন্ত মেট্রো লাইনটি উদ্বোধনের কথা ছিল আগামী ৪ ঠা আগস্ট রবিবারে। কিন্তু, ন্যাশনাল রেল সেইফটি রেগুলেটর থেকে প্রয়োজনীয় অনুমোদন পেতে বিলম্ব হয়েছে।
  • উত্তর-পশ্চিম ইংল্যান্ডের সমুদ্র-তীরবর্তী শহর সাউথপোর্টে একটি নাচের ক্লাসে ছুরি হামলা হয়েছে। এতে অন্তত দু’টি শিশু মারা গেছে এবং বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে যুক্তরাজ্যের পুলিশ জানিয়েছে। পুলিশ এটিকে ‘হিংস্র আক্রমণ’ হিসেবে বর্ণনা করেছে এবং ১৭ বছর বয়সী একজন তরুণকে গ্রেপ্তার করেছে।
আপনি কি জানেন, এসবিএস বাংলা অনুষ্ঠান এখন ইউটিউব এবং পাওয়া যাচ্ছে। হ্যাঁ, আমরা আমাদের প্লাটফর্ম বিস্তৃত করছি। এসবিএস সাউথ এশিয়ান, অস্ট্রেলিয়ায় বসবাসরত দক্ষিণ এশীয় সকল জনগোষ্ঠীর জন্য।

এসবিএস বাংলা টিউন করুন এসবিএস অন ডিমান্ডে সোম ও বৃহস্পতিবার বিকাল তিনটায়। দক্ষিণ এশীয় অন্যান্য ভাষায় সম্প্রচারিত অনুষ্ঠানগুলো সরাসরি শুনতেও অন ডিমান্ডে টিউন করুন।

এসবিএস বাংলা লাইভ শুনুনএসবিএস সাউথ এশিয়ান-এ, ডিজিটাল রেডিওতে, কিংবা, আপনার টেলিভিশনের ৩০৫ নম্বর চ্যানেলে। এছাড়া, এসবিএস অডিও অ্যাপ-এ কিংবা আমাদের ওয়েবসাইটে। ভিজিট করুন .

আর, এসবিএস বাংলার এবং ইউটিউবেও পাবেন। ইউটিউবে সাবসক্রাইব করুন চ্যানেল। উপভোগ করুন দক্ষিণ এশীয় ১০টি ভাষায় নানা অনুষ্ঠান। আরও রয়েছে ইংরেজি ভাষায় এসবিএস স্পাইস।

Share