এসবিএস বাংলা শীর্ষ খবর: ১৩ আগস্ট, ২০২৪

Students Demand Trial Of Ex-PM Hasina - Dhaka

Students protest to demand accountability and trial against Bangladesh's ousted Prime Minister Sheikh Hasina at Dhaka University area in Dhaka, Bangladesh on August 12, 2024. Photo by Abu Sufian Jewel/Middle East Images/ABACAPRESS.COM. Source: ABACA / Middle East Images/ABACA/PA

Get the SBS Audio app

Other ways to listen

অস্ট্রেলিয়ার জাতীয় ও আন্তর্জাতিক সংবাদের জন্য আজকের এসবিএস বাংলা শীর্ষ খবর শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।


আজকের শীর্ষ খবর:
  • অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন সুপ্রিম কোর্টের তিন আইনজীবি। তারা হলেন মুহাম্মদ আবদুর জব্বার ভূঞা, মোহাম্মদ আরশাদুর রউফ ও মোহাম্মদ অনীক রুশদ হক। এদিকে, সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক দুই মন্ত্রীসহ ছয় জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। আজ ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ঢাকার একজন ব্যবসায়ী বাদী হয়ে এই মামলা করেছেন। খবর, বিবিসি বাংলার।
  • ইরান এই সপ্তাহের কোনো এক সময়ে ইসরায়েলে হামলা করতে পারে, বলেছে হোয়াইট হাউজ। ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র জন কিরবি বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল উভয়ই বিশ্বাস করে যে, অচিরেই একটি হামলা হতে পারে।
  • অস্ট্রেলিয়ায় গত ৩০ জুন পর্যন্ত তিন মাসে মজুরি বৃদ্ধি পেয়েছে ০.৮ শতাংশ, ফলে বার্ষিক বৃদ্ধি ৪.১ শতাংশে নিয়ে এসেছে। এটি পরপর তৃতীয় ত্রৈমাসিক যেখানে মজুরি বৃদ্ধি মন্থর হয়েছে এবং মুদ্রাস্ফীতিকে ছাড়িয়ে গেছে।
  • একটি নতুন ডিজিটাল সনাক্তকরণ প্রকল্প উন্মোচন করেছে ফেডারাল সরকার। এর মাধ্যমে অস্ট্রেলিয়ানদের গুরুত্বপূর্ণ ব্যক্তিগত তথ্য নিরাপদে শেয়ার করা যাবে। ট্রুথ এক্সচেঞ্জ নামের এই প্রোগ্রামটি পাওয়া যাবে মাইগভ ডিজিটাল ওয়ালেটের মাধ্যমে।
  • বিজ্ঞাপনের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা চালু করা উচিত নয়, বলেছে অনলাইন জুয়ার শীর্ষ সংস্থা রেপন্সিবল ওয়েজারিং অস্ট্রেলিয়া। স্পোর্টসবেট, পয়েন্টসবেট এবং বেট-৩৬৫ এর মতো প্রধান অনলাইন জুয়া সংস্থাগুলোর প্রতিনিধিত্ব করে এই সংস্থাটি। এটি বলেছে তারা বুঝে যে, গ্রাহকরা কম বিজ্ঞাপন চান।
আপনি কি জানেন, এসবিএস বাংলা অনুষ্ঠান এখন ইউটিউব এবং পাওয়া যাচ্ছে। হ্যাঁ, আমরা আমাদের প্লাটফর্ম বিস্তৃত করছি। এসবিএস সাউথ এশিয়ান, অস্ট্রেলিয়ায় বসবাসরত দক্ষিণ এশীয় সকল জনগোষ্ঠীর জন্য।

এসবিএস বাংলা টিউন করুন এসবিএস অন ডিমান্ডে সোম ও বৃহস্পতিবার বিকাল তিনটায়। দক্ষিণ এশীয় অন্যান্য ভাষায় সম্প্রচারিত অনুষ্ঠানগুলো সরাসরি শুনতেও অন ডিমান্ডে টিউন করুন।

এসবিএস বাংলা লাইভ শুনুনএসবিএস সাউথ এশিয়ান-এ, ডিজিটাল রেডিওতে, কিংবা, আপনার টেলিভিশনের ৩০৫ নম্বর চ্যানেলে। এছাড়া, এসবিএস অডিও অ্যাপ-এ কিংবা আমাদের ওয়েবসাইটে। ভিজিট করুন .

আর, এসবিএস বাংলার এবং ইউটিউবেও পাবেন। ইউটিউবে সাবসক্রাইব করুন চ্যানেল। উপভোগ করুন দক্ষিণ এশীয় ১০টি ভাষায় নানা অনুষ্ঠান। আরও রয়েছে ইংরেজি ভাষায় এসবিএস স্পাইস।

Share