বাংলাদেশীর অভিজ্ঞতায় চান্দ্র নববর্ষ

processed-26e8c0d9-0f85-4b65-adc2-645ed463f7ee_m1ab9E0I.jpeg

Avi Mandal celebrating Lunar Year with his family. Source: Avi Mandal

Get the SBS Audio app

Other ways to listen

অস্ট্রেলিয়া সহ দক্ষিণ ও উত্তর গোলার্ধের বিভিন্ন দেশে লুনার নিউ ইয়ারের উদযাপন ছড়িয়ে পড়েছে। এই উৎসবে বাংলাদেশীরা কীভাবে অংশ নিচ্ছেন? বাংলাদেশীর চোখে বৈশ্বিক এই উৎসব আয়োজনের আদ্যপান্ত জানতে, তাদের অভিজ্ঞতা ও উপলদ্ধিতে এই উৎসবকে দেখতেই এসবিএস বাংলার এবারের আয়োজন — বাংলাদেশীর চোখে চান্দ্র নববর্ষ


লুনার নিউ ইয়ার বা চান্দ্র নববর্ষ চীনা নববর্ষ হিসাবে অধিক পরিচিত যদিও পূর্ব এশিয়ার বিভিন্ন দেশ যেমন চীন, জাপান, ভিয়েতনাম, কোরিয়া, সিঙ্গাপুর …এই সংস্কৃতির চর্চা আছে এমন অনেক দেশেই এই উৎসব পালিত হয়।

Umeching Marma-1.jpeg
চীনা নববর্ষের উদযাপনে উমেচিং মারমা । Credit: Umeching Marma Tithi

 গত রোববার ২২ জানুয়ারী থেকে শুরু হওয়া নতুন চান্দ্র বর্ষ অনুযায়ী, এ বছরকে খরোগোশের বছর ধরা হয়েছে। চীনের বেইজিং থেকে উমেচিং মারমা তিথি এ বছরের নববর্ষ আয়োজন নিয়ে বলেন,

"গত দু বছর কোভিডের কারণে নতুন বছরের উদযাপন ম্লান ছিল, তবে এ বছর অনেক জাঁকজমকের সাথে উৎসব পালিত হচ্ছে। "
preparation of Lunar new year in Beijing.jpeg
চলছে নববর্ষের আয়োজন। Credit: Umeching Marma Tithi

মেলবোর্ন নিবাসী অভি মন্ডল সপরিবারে অনেক বছর ধরেই লুনার নিউ ইয়ার উদযাপন করে আসছেন। অভি মন্ডলের শ্বশ্বুরবাড়ী চীনে।
Jubaidul jekab at Lunar new year celebration.jpg
চান্দ্র নববর্ষ উদযাপনকালে চীনে জুবাইদুল জেকব। Credit- Jubaidul Jekab
লুনার নিউ ইয়ার উৎসব আয়োজনের মুহুর্তে চীনে অবস্থান করছিলেন মেলবোর্ন নিবাসী জুবাইদুল জেকব। সেসময়ের স্মৃতিচারণ করে তিনি জানান ,

“এটা চীনের সর্ববৃহৎ উৎসব। এই সময়ে আমাদের দেশের ঈদের সময়ের মত ব্যস্ততা দেখা যায়। পরিবহনের টিকেট পাওয়া কঠিন হয়ে পড়ে।“

তিনি আরও বলেন, “আমরা হয়তো ভিন্ন ভিন্ন সংস্কৃতির মানুষ, ভিন্ন আমাদের খাদ্যাভ্যাস। কিন্তু আমাদের আবেগ, আবেগের প্রকাশ ও উৎসবের আনন্দ সব এক। উই আর অল কেনেক্টেড! আমরা সবাই একই- উই আর হিউম্যান বিইং।”  

A marketplace in China.jpg
নববর্ষের আগে ব্যস্ত চীনের বাজার। Credit: Jubaidul Jekab

প্রতিবেদনটি শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।


এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা রেডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত। রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: 


আমাদেরকে অনুসরণ করুন 


Share