এ বছরের কুইন্স বার্থডে অনার্স লিস্টে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য প্রায় এক হাজার অস্ট্রেলিয়ান স্বীকৃতি পেলেন

Dr Marguerite Evans-Galea (University of Melbourne)

Dr Marguerite Evans-Galea (University of Melbourne) Source: University of Melbourne.

Get the SBS Audio app

Other ways to listen

এ বছরের কুইন্স বার্থডে অনার্স লিস্টে ৯৯৩ জনেরও বেশী অস্ট্রেলিয়ানকে স্বীকৃতি দেয়া হয়েছে। তারা বিভিন্ন পেশা, শিল্প এবং সম্প্রদায় থেকে আগত। তাদের কেউ কেউ সম্মানিত হয়েছেন অস্ট্রেলিয়ার মালটিকালাচারাল এবং ইনডিজিনাস কমিউনিটিতে অবদন রাখার জন্য। জেনারেল ডিভিশনের ৯৯৩ জনের সাথে ২২১ জনকে মেধা এবং সামরিক পুরস্কার প্রদান করা হয়েছে। কুইন্স বার্থ ডে অনার্স লিস্টে যারা রয়েছেন তারা বিজ্ঞান, শিল্পকলা, কমিউনিটি সার্ভিস, শিক্ষা, বাণিজ্য সহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখেছেন।


ডঃ মারগারিট ইভান্স গেলিয়া যাকে অর্ডার অফ অস্ট্রেলিয়ার সদস্য করা হয়েছে, তিনি একজন বিজ্ঞানী এবং উদ্যোক্তা।  

তিনি অস্ট্রেলিয়া এবং বহিঃবিশ্বে বংশপম্পরায় প্রাপ্ত রোগের সেল এবং জিন থেরাপি নিয়ে গবেষণা কর্মসূচীর নেতৃত্ব দিয়েছেন। তাছাড়া তিনি বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল, গণিত এবং মেডিসিন যা STEMM নামে পরিচিত তাতে নারীদের অংশগ্রহণে উৎসাহ দিয়েছেন। ডঃ ইভান্স গেলিয়া বলেন অস্ট্রেলিয়ান নারীরা এসব পেশায় প্রাথমিক পর্যায়ে থাকলেও সিনিয়র লেভেলে যেতে আরও সময় লাগবে। 

 


Share