সামাজিক সংহতির জন্য ইংরেজি ভাষা 'খুব গুরুত্বপূর্ণ', বললেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী স্কট মরিসন ফেডারেল বাজেটে 'সামাজিক সংহতির' জন্য ৬০ মিলিয়ন ডলার বরাদ্দের পক্ষে যুক্তি দিয়েছেন। মিঃ মরিসন বলেন, একটি সফল অস্ট্রেলিয়ান সমাজ বিনির্মানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ 'খুব গুরুত্বপূর্ণ', এবং বিশেষ করে নারীদের জন্য। এসবিএসের সাথে এক সাক্ষাৎকারে মিঃ মরিসন জনসংখ্যা বৃদ্ধি এবং সরকারের বিশাল বাজেট ঘাটতি নিয়েও কথা বলেন।

মিঃ মরিসন বলেন, "এই বাজেটের উদ্দেশ্য ব্যবসায়ে সাফল্য, লোকজনকে কাজে ফিরিয়ে নেয়া, তারা যাতে কল্যাণ ভাতার পরিবর্তে করদাতা হিসেবে আবির্ভুত হয়, তারা যাতে অর্থনৈতিক কর্মকান্ডে অংশগ্রহণ করে।"

"এভাবেই কভিড ১৯ মন্দার কবল থেকে আমরা বাজেটে ভারসাম্য ফিরিয়ে আনতে পারবো, এভাবেই আমরা ১.৫ মিলিয়ন মানুষকে কর্মসংস্থানের জন্য ফিরিয়ে আনতে পারবো, এটাই এই বাজেটের মূল লক্ষ্য ছিল।"

মিঃ মরিসনের সাক্ষাৎকারের পুরো ভিডিওটি দেখতে ওপরের লিঙ্কে ক্লিক করুন
আরো দেখুন:



Share
Published 8 October 2020 2:28pm
Presented by Shahan Alam
Source: SBS

Share this with family and friends