বাংলাদেশকে ভারতের ভ্যাকসিন উপহার, যাচ্ছে ২১ জানুয়ারি

করোনা মোকাবিলায় প্রতিবেশী বাংলাদেশে বিশেষ বিমানে উপহার হিসাবে ২০ লাখ ডোজের ভ্যাকসিন পাঠাচ্ছে ভারত। প্রথমে বুধবার এই ভ্যাকসিন যাওয়ার কথা ছিল, কিন্তু বাংলাদেশের গণমাধ্যম সূত্রে জানা যায় ২১ জানুয়ারি ভারতের করোনা টিকা বাংলাদেশে যাবে।

India Coronavirus vaccine rollout

A health worker administering COVID-19 vaccine at the Zonal Hospital in Dharmsala, India. Source: AAP Image/AP Photo/Ashwini Bhatia

ব্রাজিলের পর বাংলাদেশই ভারতের কাছ থেকে এমন উপহার পেলো। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগে বাংলাদেশ ভারত থেকে যে ৩ কোটি ডোজ কিনছে, তার বাইরে এই ভ্যাকসিন পাঠানো হবে।

সেরাম ইনস্টিটিউটের, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ডের এই ২০ লাখের সঙ্গে প্রথম চালানে আরও ৫০ লাখ ডোজ পাঠানো হবে। মহামারীর সঙ্কটে প্রতিবেশী দেশের জন্য শুভেচ্ছার নিদর্শন হিসেবে এই টিকা ভারত দিচ্ছে।

এদিকে ভারত জুড়ে টিকাকরণ প্রক্রিয়ার শুরু থেকেই কোভ্যাক্সিনকে নিয়ে বিতর্ক চলছে। কেউ এই টিকা কতটা নিরাপদ, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তো কেউ আবার প্রশ্ন করেছেন, ভ্যাকসিনের কার্যকারিতা নিয়ে। বিতর্কের মাঝেই এবার ভ্যাকসিন নির্মাতা ভারত বায়োটেক জানিয়ে দিয়েছে,সকলের জন্য নয় কোভ্যাক্সিন।

কারা কারা এই টিকা নিতে পারবেন, তা স্পষ্ট করে দিয়েছে হায়দরাবাদের এই সংস্থা। মঙ্গলবার ভারত বায়োটেকের তরফে একটি ফ্যাক্ট শিট প্রকাশ করা হয়েছে। যেখানে কোভ্যাক্সিন সংক্রান্ত একাধিক তথ্য প্রকাশে আনা হয়েছে। কারা এই ভ্যাকসিন নিতে পারবেন তাও স্পষ্ট করে দিয়েছে ভারত বায়োটেক।

যাদের কোভ্যাক্সিন নেয়া বারণ 

অ্যালার্জির ধাত থাকলে কোনওভাবেই নেওয়া যাবে না কোভ্যাক্সিন। জ্বর থাকলে এই টিকা নেওয়া চলবে না। ব্লাড ডিসঅর্ডার থাকলে অথবা নিয়মিত রক্ত পাতলা করার ওষুধ খাচ্ছেন যাঁরা, তাঁরাও এই ভ্যাকসিন নিতে পারবেন না। দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা কম হলে, অথবা সেই ক্ষমতাকে প্রভাবিত এমন কোনও ওষুধ সেবন করলে এই টিকা না নেওয়াই ভাল।

এছাড়াও অন্তঃসত্ত্বারা টিকা নিতে পারবেন না। সন্তানকে স্তন্যপান করাচ্ছেন এমন মহিলারা টিকা নেবেন না। অন্য কোনও কোভিড ভ্যাকসিন নিয়েছেন এমন কেউ কোভ্যাক্সিন নিতে পারবেন না। জটিল অসুখ থাকলে নেওয়া যাবে না কোভ্যাক্সিন।

অন্যদিকে বিশ্বের সবচেয়ে বড় করোনা টিকাকরণ অভিযানের তৃতীয় দিন পূর্ণ হল। গোটা ভারতে এখনও পর্যন্ত ৩ লক্ষ ৮০ হাজারেরও বেশি ফ্রন্টলাইন কর্মীদের করোনা ভ্যাকসিন দেওয়া হয়েছে। কিন্তু উদ্বেগ বাড়াচ্ছে এর পার্শ্ব প্রতিক্রিয়ার খবর।

টিকা নেওয়ার পর মৃত্যু হয়েছে দু’জনের। যদিও এর সঙ্গে ভ্যাকসিন গ্রহণের কোনও সম্পর্ক নেই বলেই স্পষ্ট করেছে কেন্দ্র। করোনার ভ্যাকসিন নেওয়ার পর দেশজুড়ে এখনও পর্যন্ত মোট ৫৮০ জনের শরীরে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে। যাঁদের মধ্যে সাতজনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। এই টিকা নেওয়ার পর প্রাণ হারিয়েছেন দু’জন। যদিও কর্তৃপক্ষ জানিয়েছে টিকা নেওয়ার সঙ্গে তাঁদের মৃত্যুর কোনও সম্পর্ক নেই।

আরও দেখুনঃ 




Share
Published 20 January 2021 7:14pm
By Partha Mukhopadhyay
Presented by Shahan Alam

Share this with family and friends