সিডনিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্মৃতিসৌধের অবমাননা, বাংলাভাষী জনগোষ্ঠী ক্ষুব্ধ

সিডনির বেলমোরের পিল পার্কে অবস্থিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্মৃতিসৌধে গায়ে রং লেপে অবমাননা করা হয়েছে। ভাষা দিবসের মাস ফেব্রুয়ারির এক তারিখের এই ন্যক্কারজনক ঘটনায় বাংলাভাষী কমিউনিটিতে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে।

সিডনির বেলমোরের পিল পার্কে নির্মিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্মৃতিসৌধটিতে গত ১ ফেব্রুয়ারি কে বা কারা রংয়ের প্রলেপ দিয়ে অবমাননা করেছে।

সিডনির বেলমোরের পিল পার্কের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্মৃতিসৌধটিতে রংয়ের প্রলেপ দিয়ে অবমাননা করা হলে কাউন্সিলের পক্ষ থেকে সেটি পরিষ্কার করা হয়। Source: Supplied by Lincoln Shafiqullah

ফেব্রুয়ারি মাস ভাষার মাস। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এই মাসেই। কিন্তু, সিডনির বেলমোরের পিল পার্কে নির্মিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্মৃতিসৌধটিতে গত ১ ফেব্রুয়ারি কে বা কারা রংয়ের প্রলেপ দিয়ে অবমাননা করেছে। এই ন্যক্কারজনক ঘটনায় বিস্মিত, হতবুদ্ধি এবং রাগে ফেটে পড়েছে সিডনির বাংলাদেশী জনগোষ্ঠী। সামাজিক-যোগাযোগ-মাধ্যমে তাদের কারও কারও উষ্মা ও ক্ষোভ প্রকাশিত হয়েছে।
সিডনি-প্রবাসী বাংলাদেশীদের উদ্যোগে নির্মিত এই স্মৃতিসৌধটি ক্যান্টারবেরি-ব্যাংকসটাউন সিটি কাউন্সিল এলাকায় অবস্থিত। শুধু তাই নয়, এটি নির্মাণের ক্ষেত্রে স্থান সংকুলান করে ও নানাভাবে সহায়তা করেছিল এই সিটি কাউন্সিল এবং তাদের তত্ত্বাবধানে নির্মিত হয় এই স্মৃতিসৌধটি। ২০২১ সালের ২১ ফেব্রুয়ারি এটি উদ্বোধন করেন মেয়র খাল আশফোর। এ সময়ে বাংলাভাষী জনগোষ্ঠীর গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আরও উপস্থিত ছিলেন স্থানীয় ফেডারাল এমপি টনি বার্ক।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্মৃতিসৌধটির অবমাননার বিষয়ে জানতে চেয়ে মেয়র খাল আশফোর-এর সঙ্গে যোগাযোগ করা হলে, একটি ইমেইলের মাধ্যমে তার পক্ষ থেকে বলা হয় যে, এই ঘটনায় তিনি বিরক্ত এবং ক্ষুব্ধ।

“কোন ধরনের লোক এ কাজ করতে পারে এবং কেনই বা এটি করলো?”

“কমিউনিটির কয়েকজনের সঙ্গে আমি কথা বলেছি এবং আমি জানি যে, তারা মর্মাহত এবং তারা এ প্রশ্নের জবাব চায়।”

তিনি বলেন, স্মৃতিসৌধটি অতি দ্রুত পরিষ্কার করার জন্য কাউন্সিলের কর্মীদেরকে নির্দেশ দিয়েছেন তিনি। আর, এই ঘটনার জন্য কারা দায়ী সেটা খুঁজে বের করার জন্যও নির্দেশ দিয়েছেন তিনি।
সিডনির বাঙালি-পাড়া-খ্যাত লাকেম্বা এলাকা এই ক্যান্টারবেরি-ব্যাংকসটাউন সিটি কাউন্সিলের রোজল্যান্ডস ওয়ার্ডের অন্তর্গত। এখান থেকেই এবার কাউন্সিলর নির্বাচিত হয়েছেন লিবারাল পার্টির সাজেদা আক্তার সানজিদা। স্মৃতিসৌধ অবমাননার বিষয়ে তিনি বলেন,

“ভাষার মাসের প্রথম দিনেই যে বা যারা এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্মৃতিসৌধটিতে কালিমা লেপন এবং অবমাননা করেছে, আমি তার বা তাদের প্রতি ধিক্কার জানাই।”

“যারাই এ ন্যক্কারজনক কাজ করে আমাদের কমিউনিটিকে মর্মাহত করেছে, তারা এই সভ্য দেশে থেকে অসভ্যের মতো কাজ করেছে।”

তিনি আরও বলেন, “কাউন্সিলের পক্ষ থেকে যথাসময়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে এবং স্মৃতিসৌধটি পরিষ্কার করা হয়েছে।”

তিনি আরও বলেন,

“এই নিন্দনীয় এবং অসাম্প্রদায়িক ঘটনার পেছনে দায়ী ব্যক্তিদের খুঁজে বের করে অবশ্যই যথাযথ আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।”

“কাউন্সিল এ ধরনের ঘটনাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়ে থাকে। এই অপ্রীতিকর ও ঘৃণ্য ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করার জন্য একজন কাউন্সিলর হিসেবে আমি প্রতিশ্রুতিবদ্ধ।”
Follow SBS Bangla on .


এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা রেডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত। রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: 

আমাদেরকে অনুসরণ করুন 

Share
Published 4 February 2022 4:14pm
Updated 4 February 2022 7:34pm
By Sikder Taher Ahmad

Share this with family and friends