Latest

মেলবোর্নে শেখ মুজিবুর রহমানের ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

গত ১৭ই আগস্ট, শনিবার মেলবোর্ন আওয়ামী লীগ, অস্ট্রেলিয়া শাখার উদ্যোগে এক ভার্চুয়াল আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজনের মাধ্যমে বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৯তম শাহাদাত বার্ষিকী পালন করা হয়।

Bangladesh Timeline Photo Gallery

FILE - Bengali nationalist leader Sheikh Mujibur Rahman walks towards a battery of microphones to address an estimated one million people at a rally in Dacca's Race Course Ground in Dacca, Jan. 11, 1972. (AP Photo/Michel Laurent, File) Source: AP / Michel Laurent/AP/AAP

মেলবোর্ন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ড. মাহবুবুল আলমের সভাপতিত্বে সংগঠনের সাধারণ সম্পাদক ড. মোল্লা মোঃ রাশিদুল হক সবাইকে স্বাগত জানিয়ে কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করেন।

অতঃপর ১৯৭৫ সালের ১৫ই আগস্টে নিহত এবং গত দুইমাসে নিহত সকলসহ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যারা জীবন দিয়েছেন তাদের সকলের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

তথ্য ও গবেষণামূলক এই অনলাইন আলোচনা সভায় বঙ্গবন্ধুর জীবনী নিয়ে আলোচনা করা ছাড়াও বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের প্রেক্ষাপট তৈরি, হত্যাকাণ্ডের বিচার এবং হত্যাকাণ্ড-পরবর্তী বাংলাদেশের পরিস্থিতি নিয়ে একটি গবেষণামূলক প্রতিবেদন নিয়ে আলোচনা করা হয়।

আলোচনা অনুষ্ঠানে বক্তারা বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনের বিভিন্ন দিকের উপর দৃষ্টিপাত করেন।

বক্তারা বিগত দুই মাসে বাংলাদেশের পরিস্থিতি এবং আওয়ামী লীগ সরকারের পতনের কারণ এবং ভবিষ্যতে কীভাবে এত্থেকে উত্তরণ করা যায় এবং আওয়ামী লীগকে সংগঠিত করা যায়, তা নিয়ে আলোচনা করেন।
Awami League virtual meet on Mujib.jpg
The Melbourne Awami League held a virtual discussion meeting on the 49th death anniversary of Sheikh Mujibur Rahman, 17 August, 2024. Credit: Molla Haque
ভার্চুয়াল এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, অস্ট্রেলিয়ার সভাপতি অ্যাডভোকেট ড. সিরাজুল হক, মেলবোর্ন আওয়ামী লীগের উপদেষ্টা, জ্বালানী বিশেষজ্ঞ, কনসালটেন্ট, ও বিশিষ্ট মুক্তিযোদ্ধা খন্দকার সালেক সূফি, নিউজিল্যান্ডে বাংলাদেশ সরকারের অনারারী কনসাল বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার শফিকুর রহমান অনু, বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা এবং নির্বাহি সভাপতি অ্যাডভোকেট ড. মশিউর মালেক, বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রশীদা হক কনিকা, জাগো বাংলার সম্পাদক মাসুম কবির, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এবং বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সহ-সম্পাদক হাসনাইন রুবেল, গবেষক রাশেদ রাফী, সাবেক ছাত্রলীগ নেতা অর্নব মাখলাকুর রহমান, মেলবোর্ন যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফাহাদ চৌধুরী, মেলবোর্ন আওয়ামী লীগের সহ-সভাপতি আজহারুল ইসলাম সোহাগ, গোলাম রহমান চৌধুরী, মোঃ হৃদয়, মিজান চৌধুরী, মোঃ সালেহীন, শহীদুর রহমান, সিরাজুম মনিরা, জাহিদ হাছান, অনিরুদ্ধ বসাক, মেহেদী সরকার, মতলব (দক্ষিণ) ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মোঃ মিরাজ সরকার-সহ আরও অনেকে।

প্রেস বিজ্ঞপ্তি
আপনি কি জানেন, এসবিএস বাংলা অনুষ্ঠান এখন ইউটিউব এবং পাওয়া যাচ্ছে। হ্যাঁ, আমরা আমাদের প্লাটফর্ম বিস্তৃত করছি। এসবিএস সাউথ এশিয়ান, অস্ট্রেলিয়ায় বসবাসরত দক্ষিণ এশীয় সকল জনগোষ্ঠীর জন্য।

এসবিএস বাংলা টিউন করুন এসবিএস অন ডিমান্ডে সোম ও বৃহস্পতিবার বিকাল তিনটায়। দক্ষিণ এশীয় অন্যান্য ভাষায় সম্প্রচারিত অনুষ্ঠানগুলো সরাসরি শুনতেও অন ডিমান্ডে টিউন করুন।

এসবিএস বাংলা লাইভ শুনুনএসবিএস সাউথ এশিয়ান-এ, ডিজিটাল রেডিওতে, কিংবা, আপনার টেলিভিশনের ৩০৫ নম্বর চ্যানেলে। এছাড়া, এসবিএস অডিও অ্যাপ-এ কিংবা আমাদের ওয়েবসাইটে। ভিজিট করুন 

আর, এসবিএস বাংলার এবং 
ইউটিউবেও পাবেন। ইউটিউবে সাবসক্রাইব করুন চ্যানেল। উপভোগ করুন দক্ষিণ এশীয় ১০টি ভাষায় নানা অনুষ্ঠান। আরও রয়েছে ইংরেজি ভাষায় এসবিএস স্পাইস।

Share
Published 26 August 2024 5:33pm
Updated 26 August 2024 8:16pm
Presented by SBS Bangla
Source: SBS

Share this with family and friends