বল টেম্পারিং ঘটনায় হতভম্ব ক্রিকেট অস্ট্রেলিয়া

গত শনিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলায় বল টেম্পারিং করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে অস্ট্রেলিয়ার এক ক্রিকেটার। এই ঘটনায় হতভম্ব ও হতাশ ক্রিকেট অস্ট্রেলিয়া।

ball tampering scandal

Cricket Australia to conduct investigation into ball tampering scandal. Source: Reuters

অস্ট্রেলিয়ান ক্রিকেটার ক্যামেরুন ব্যানক্রফট বল টেম্পারিং করতে গিয়ে ক্যামেরার চোখে ধরা পড়েন। গত শনিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলার সময় এই ঘটনা ঘটে। এরপর তিনি এবং অস্ট্রেলিয়া দলের অধিনায়ক স্টিভ স্মিথ ক্ষমা চান।
এই ঘটনার বেশিরভাগ দায়-দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন অধিনায়ক স্মিথ। তিনি বলেন, দলীয়ভাবে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল। তবে কোচেরা এতে জড়িত ছিলেন না।

লিডারশিপ গ্রুপের আইডিয়া ছিল এটি, বলেন স্মিথ।

“আমরা আমাদের এই কাজের জন্য অনুতপ্ত। কোচেরা এতে জড়িত ছিলেন না। এর জন্য লিডারশিপ গ্রুপই দায়ী। যা ঘটেছে তার জন্য আমি গর্বিত নই। এতে আমার বিশ্বাসযোগ্যতা, দলের বিশ্বাসযোগ্যতা এবং লিডারশিপ গ্রুপের বিশ্বাসযোগ্যতা প্রশ্নবিদ্ধ হয়েছে। এ রকটি আর ঘটবে না।”

ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)-এর সিইও জেমস সাদারল্যান্ড বলেন, সিএ এতে অত্যন্ত হতাশ এবং হতভম্ব। সিএ দু’জন কর্মকর্তাকে দক্ষিণ আফ্রিকায় পাঠাচ্ছে বল টেম্পারিংয়ের এই ঘটনা তদন্ত করার জন্য।

সিএ বস জেমস সাদারল্যান্ড এর প্রতিক্রিয়া:
থেকে সর্বশেষ প্রাপ্ত খবর অনুসারে, অস্ট্রেলিয়ান অধিনায়ক স্টিভ স্মিথ এবং সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নারকে কেপটাউনে চলমান তৃতীয় টেস্টের বাকি সময়ের জন্য দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আর, উইকেটকিপার টিম পাইন নিউল্যান্ডস এ অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন। 


Share
Published 25 March 2018 8:19pm
Updated 25 March 2018 8:44pm
By Sikder Taher Ahmad


Share this with family and friends