কোভিড-১৯ আপডেট: ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ায় বিধিনিষেধ আরও শিথিল করা হয়েছে

অস্ট্রেলিয়ার কোভিড-১৯ আপডেট: ১ জুন ২০২২

A passengers has his G2G Pass checked on arrival at Perth Domestic Airport in Perth, Saturday, February 5, 2021. Expanded travel exemptions have made it easier for those with strong connections in WA to enter the state but are required to complete 14 days

From 1 June, unvaccinated Australians and permanent residents are no longer required to quarantine on arrival in Western Australia. (file) Source: AAP Image/Richard Wainwright

বুধবার অস্ট্রেলিয়ায় কোভিড-১৯ এর ফলে কমপক্ষে ৩৬ জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে ভিক্টোরিয়ায় ১৭ জন, নিউ সাউথ ওয়েলসে নয়জন এবং কুইন্সল্যান্ডে ছয়জন মারা গেছেন।

অস্ট্রেলিয়ায় নতুন কেস, মৃত্যু ও হাসপাতালে ভর্তিসহ সর্বশেষ কোভিড -১৯ সম্পর্কিত তথ্যের জন্যে ক্লিক করুন।
অধিবাসীদের ভেতর ভ্যাকসিন গ্রহণের হার বাড়তে থাকায় ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া করোনাভাইরাস সম্পর্কিত বিধিনিষেধ আরও শিথিল করেছে।

আজ, ১ জুন থেকে ভ্যাকসিন না নেয়া অস্ট্রেলীয় নাগরিক ও স্থায়ী বাসিন্দাদের (পার্মানেন্ট রেসিডেন্ট) স্টেটে প্রবেশের পর আর কোয়ারান্টাইন করতে হবে না। টীকাবিহীন আন্তর্জাতিক প্রত্যাগতদের (নাগরিক ও স্থায়ী বাসিন্দা) জন্যে সাপ্তাহিক ৭০ জনের সীমাও তুলে দেয়া হয়েছে।

অস্ট্রেলীয় বাদে অন্য দেশের টীকাবিহীন নাগরিকদের কমনওয়েলথ নির্দেশ মোতাবেক অস্ট্রেলিয়ায় প্রবেশের ওপরে নিষেধাজ্ঞা রয়েছে।

১০ জুন ২০২২ থেকে, হাসপাতাল এবং প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, আবাসিক বয়স্ক সেবাকেন্দ্র এবং আবাসিক ডিজএবিলিটি কেন্দ্রের কর্মীদের তাদের কর্মক্ষেত্রে প্রবেশের জন্য তিন ডোজ টীকা দেয়া থাকতে হবে।

তবে, একই তারিখ থেকে অন্যান্য কর্মক্ষেত্রের কর্মীদের ওপর থেকে টীকা দেওয়ার বাধ্যবাধকতা সরিয়ে ফেলা হবে।

এদিকে চীনের সবচেয়ে জনবহুল শহর সাংহাইতে বুধবার থেকে দুই মাসব্যাপী চলা লকডাউন শিথিল করা হয়েছে।

সেখানে সব গণপরিবহন আবারও চালু হয়েছে, বাসিন্দাদের কর্মক্ষেত্রে ফিরে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। 
কোভিড-১৯ বৈশ্বিক মহামারী সম্পর্কিত বিদ্যমান বিধিনিষেধ ও তথ্যাবলী আপনার ভাষায় জানতে ভিজিট করুন এই 

আপনার ভাষায় কোভিড-১৯ ভ্যাকসিনের তথ্যের জন্য দেখুন: .



প্রতিটি স্টেট ও টেরিটোরিতে কোভিড-১৯ টেস্টিং ক্লিনিকের জন্য দেখুন:



আপনি যদি র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট (র‍্যাট) করে পজিটিভ হন, তাহলে এখানে নিবন্ধন করুন: 



অস্ট্রেলিয়ায় আপনি কী করতে পারবেন এবং কী করতে পারবেন না সেসব সম্পর্কে জানতে দেখুন:

আর্থিক সহায়তার প্রয়োজন হলে দেখুন: 

আপনার ভাষায় কোভিড-১৯ বিষয়ক বিভিন্ন পরিভাষা সম্পর্কে জানতে দেখুন: 



এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা রেডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত। রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন:  

আমাদেরকে অনুসরণ করুন 

Share
Published 1 June 2022 1:51pm
Presented by Tareq Nurul Hasan


Share this with family and friends