কোভিড - ১৯ আপডেট: ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ায় ওমিক্রন কেস বাড়ছে, স্টেটে বিনামূল্যে র‍্যাপিড এন্টিজেন টেস্ট এবং নতুন আইসিইউ ইউনিট সুবিধা

অস্ট্রেলিয়ার কোভিড - ১৯ সংক্রান্ত আপডেট: ১৫ মার্চ, ২০২২।

Vifaa vya vipimo vya rapid antigen vyatolewa ndani ya boxi.

Serikali ya Magharibi Australia kwa sasa inatoa vifaa vya vipimo vya RAT 15 bure kwa kila nyumba jimboni humo. Source: AAP Image / Joel Carrett

• আজ থেকে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া পরিবারগুলো ১৫টি পর্যন্ত বিনামূল্যে ব্যক্তিগত র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট সুবিধা পাবে৷
• যারা নিবন্ধন করেছেন তাদের ১০টি অতিরিক্ত পরীক্ষা স্বয়ংক্রিয়ভাবে দেওয়া হবে, এর আগে স্টেট সরকার প্রাথমিকভাবে প্রতি পরিবারে ৫টি র‍্যাপিড টেস্ট অফার করেছিল।
• ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া স্বাস্থ্যমন্ত্রী অ্যাম্বার-জেড স্যান্ডারসন গতকাল রয়্যাল পার্থ হাসপাতালে একটি নতুন ২৪-শয্যার নিবিড় পরিচর্যা ইউনিট চালু করেছেন, যা আগামীকাল থেকে রোগীদের চিকিৎসা দেবে৷
• মন্ত্রী স্যান্ডারসন বলেছেন যে "ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার কোভিড - ১৯ কেসলোডের সাম্প্রতিক বৃদ্ধি পাওয়ায় এই সুবিধাটি চালু করা হয়েছে এবং আইসিইউ ধারণ ক্ষমতা ১৪৫ শয্যায় পৌঁছেছে"।
• কুইন্সল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রী ইভেট ডি'আথ গতকাল সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করেছেন যে তিনি কোভিড - ১৯-এ পজেটিভ হয়েছেন৷
• এদিকে কুইন্সল্যান্ডের মানবাধিকার কমিশনার স্কট ম্যাকডুগাল পার্লামেন্টে প্রধান স্বাস্থ্য কর্মকর্তার জরুরী ক্ষমতা অক্টোবর পর্যন্ত বাড়ানোর মন্ত্রী ডি'আথের অনুরোধকে চ্যালেঞ্জ করেছেন।
• সাউথ অস্ট্রেলিয়ার কোভিড-প্রস্তুত কমিটি আজ সকালে স্টেটে বিধিনিষেধ আরও সহজ করার বিষয়ে আলোচনা করতে বৈঠক করছে, যার মধ্যে রয়েছে মাস্ক পরা এবং ক্লোজ কন্টাক্ট আইসোলেশন বিধিমালা।

কোভিড - ১৯ অস্ট্রেলিয়ান পরিসংখ্যান

  • নিউ সাউথ ওয়েলসে ১,০৩২ জন রোগীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে ৩৮ জন নিবিড় পরিচর্যায় রয়েছেন। সেখানে ৬ জন মারা গেছে এবং ১০,৬৮৯টি নতুন কোভিড-১৯ কেস সনাক্ত হয়েছে।
  • ভিক্টোরিয়াতে, ১৯৭ জন হাসপাতালে আছেন, ২৪ জন আইসিইউতে এবং ৬ জন ভেন্টিলেটরে। সেখানে ৪ জন মারা গেছে এবং ৭,৪৬০ জন নতুন সংক্রমণ রেকর্ড করা হয়েছে।
  • টাসম্যানিয়া ১,৩৭৬টি নতুন কোভিড - ১৯ কেস রেকর্ড করেছে। হাসপাতালে ১৪ জন কোভিড - ১৯ আক্রান্ত, যাদের মধ্যে ৩ জন নিবিড় পরিচর্যায়।
  • এসিটিতে ৪০ জন কোভিড - ১৯ নিয়ে হাসপাতালে আছেন, তাদের মধ্যে ৪ জন নিবিড় পরিচর্যায়। একজনের মৃত্যু হয়েছে এবং ৭৮৬ জন নতুন সংক্রমিত।
  • কুইন্সল্যান্ডে ৫,৫৮৯টি নতুন কোভিড - ১৯ কেস এবং ১০ জন মারা গেছে। ২৪৬ জন কোভিড - ১৯ নিয়ে হাসপাতালে ভর্তি, আইসিইউতে ১৯ জন রোগী আছেন।
কোভিড-১৯ বৈশ্বিক মহামারী সম্পর্কিত বিদ্যমান বিধি-নিষেধ ও তথ্যাবলী আপনার ভাষায় জানতে ভিজিট করুন এই 

আপনার ভাষায় কোভিড-১৯ ভ্যাকসিনের তথ্যের জন্য দেখুন: .



প্রতিটি স্টেট ও টেরিটোরিতে কোভিড-১৯ টেস্টিং ক্লিনিকের জন্য দেখুন:



আপনি যদি র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট (র‌্যাট) করে পজেটিভ হন, তাহলে এখানে নিবন্ধন করুন: 



অস্ট্রেলিয়ায় আপনি কী করতে পারবেন এবং কী করতে পারবেন না সেসব সম্পর্কে জানতে দেখুন:

আর্থিক সহায়তার প্রয়োজন হলে দেখুন: 

আপনার ভাষায় কোভিড-১৯ বিষয়ক বিভিন্ন পরিভাষা সম্পর্কে জানতে দেখুন: 



কোভিড-১৯ বৈশ্বিক মহামারী সম্পর্কিত বিদ্যমান বিধি-নিষেধ ও তথ্যাবলী আপনার ভাষায় জানতে ভিজিট করুন এই 

এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা রেডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত। রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: 

আমাদেরকে অনুসরণ করুন 

আরও দেখুন:

Share
Published 15 March 2022 4:10pm
Presented by Shahan Alam


Share this with family and friends