Latest

কোভিড-১৯ আপডেট: গণপরিবহনে মাস্ক পরার বাধ্যবাধকতা সরিয়ে নেয়ার ঘোষণা দিয়েছে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া রাজ্য সরকার

অস্ট্রেলিয়ার কোভিড-১৯ আপডেট, ২ সেপ্টেম্বর ২০২২।

 PUBLIC TRANSPORT

Commuters at a train station. Source: AAP / DAN HIMBRECHTS/AAPIMAGE

গুরুত্বপূর্ণ দিকগুলো:
  • কুইন্সল্যান্ডে বেসরকারী খাতের স্বাস্থ্যকর্মীদের জন্য বাধ্যতামূলক টিকা দেওয়ার বিধিনিষেধ প্রত্যাহার করা হয়েছে
  • TGA মূল করোনা ভাইরাস এবং বিএ.১ ওমিক্রন ভ্যারিয়েন্টের বিপক্ষে কার্যকর এরকম ভ্যাকসিনের অনুমোদন দিচ্ছে
  • WHO-র প্রতিবেদনে সাপ্তাহিক সংক্রমণ ও মৃত্যু হার হ্রাসের প্রবণতা দেখা গেছে
শুক্রবার অস্ট্রেলিয়ায় কোভিড-১৯ এর কারণে কমপক্ষে ৫৮ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে নিউ সাউথ ওয়েলসে ২১ জন এবং ভিক্টোরিয়ায় ১৭ জন।

ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ায় গণপরিবহন, ট্যাক্সি ও রাইড শেয়ারে মুখে মাস্ক পড়ার বাধ্যবাধকতা সরিয়ে নেয়ার ঘোষণা এসেছে। সব স্টেটের মধ্যে তারাই প্রথম এই ঘোষণা দিল। আগামী ৯ সেপ্টেম্বর থেকে নতুন এই নিয়ম কার্যকর হবে।

অবশ্য হাসপাতাল, কারাগার, এবং বয়স্ক সেবা কেন্দ্র ও ডিজএবিলিটি সেবা কেন্দ্রগুলোর মত উচ্চ-ঝুঁকিপূর্ণ স্থানে এখনও মাস্ক পরার নিয়ম মেনে চলতে হবে।

আজ (২ সেপ্টেম্বর) থেকে স্টেটে বয়স্ক ও ডিজএবিলিটি সেবা কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের জন্যে বরাদ্দ সময়সীমার নিয়ম শিথিল করা হয়েছে।

কুইন্সল্যান্ডে বেসরকারি স্বাস্থ্যকর্মীদের জন্য বাধ্যতামূলক কোভিড-১৯ টিকা দেওয়ার বিধিনিষেধ বাতিল করা হয়েছে।

যদিও বয়স্ক ও ডিজএবিলিটি সেবা কেন্দ্রের কর্মীদের জন্যে আগের নিয়মই বহাল থাকবে।

অস্ট্রেলিয়ায় নতুন কোভিড কেস, হাসপাতালে ভর্তি ও মৃত্যুর সর্বশেষ তথ্যের জন্যে
প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজি উপসর্গবিহীন অস্ট্রেলীয়দের জন্য কোভিড-১৯ আইসোলেশনের সময়সীমা সাত থেকে কমিয়ে পাঁচ দিন করার ন্যাশনাল কেবিনেটের সিদ্ধান্তকে সমর্থন করেছেন।

অ্যালবানিজি এবিসি নিউজ ব্রেকফাস্টকে বলেন, এটি একটি "দরকারী সিদ্ধান্ত" ছিল, সব স্টেট ও টেরিটরিও এটিকে সমর্থন দিয়েছে।

থেরাপিউটিক গুডস অ্যাডমিনিস্ট্রেশন মডার্নার বাইভ্যালেন্ট কোভিড-১৯ ভ্যাকসিনকে সাময়িকভাবে অনুমোদন দিয়েছে যেটি মূল কোভিড-১৯ ভ্যারিয়েন্ট এবং বিএ.১ ওমিক্রন ভ্যারিয়েন্টের বিপক্ষে কার্যকর।

এই বুস্টার ডোজটি ১৮ বছর বা তার বেশি বয়সীদের মধ্যেই কেবল ব্যবহার করা যেতে পারে।

TGA বলেছে, "প্রাথমিক বিশ্লেষণে দেখা গেছে, বাইভ্যালেন্ট ভ্যাকসিনটি মূল স্পাইকভ্যাক্স ভ্যাকসিনের চেয়ে সাব-ভ্যারিয়েন্ট বিএ.৪ এবং বিএ.৫-এর বিরুদ্ধে উচ্চতর ইমিউন প্রতিক্রিয়া তৈরি করতে বেশি কার্যকরী।“

বিশ্ব স্বাস্থ্য সংস্থা তার সর্বশেষ সাপ্তাহিক প্রতিবেদনে উল্লেখ করেছে, গত সপ্তাহে বিশ্বে কোভিড-১৯ এর সংক্রমণ হার ১৬ শতাংশ এবং এর ফলে মৃত্যুর হার ১৩ শতাংশ হ্রাস পেয়েছে।

 কোভিড-১৯ বৈশ্বিক মহামারী সম্পর্কিত বিদ্যমান বিধিনিষেধ ও তথ্যাবলী আপনার ভাষায় জানতে ভিজিট করুন এই 

আপনার ভাষায় কোভিড-১৯ বিষয়ক বিভিন্ন পরিভাষা সম্পর্কে জানতে দেখুন:  
লং-কোভিড ক্লিনিক খুঁজে পেতে দেখুন:
 প্রতিটি স্টেট ও টেরিটোরিতে কোভিড-১৯ টেস্টিং ক্লিনিকের জন্য দেখুন:
আপনি যদি র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট (র‍্যাট) করে পজিটিভ হন, তাহলে এখানে নিবন্ধন করুন:
অস্ট্রেলিয়ায় আপনি কী করতে পারবেন এবং কী করতে পারবেন না সেসব সম্পর্কে জানতে দেখুন:

আর্থিক সহায়তার প্রয়োজন হলে দেখুন:

এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা রেডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত। রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: 

আমাদেরকে অনুসরণ করুন 

Share
Published 2 September 2022 2:49pm
Presented by Tareq Nurul Hasan
Source: SBS


Share this with family and friends