কোভিড -১৯ আপডেট: ভিক্টোরিয়া আবারো সর্বোচ্চ দৈনিক সনাক্ত সংখ্যার রেকর্ড করলো, ফেডারেল সরকার প্যান্ডেমিক পেমেন্ট কমিয়ে দেবে

অস্ট্রেলিয়ায় করোনাভাইরাস পরিস্থিতির ২৯ সেপ্টেম্বর, ২০২১ এর আপডেট এটি।

Brisbane

Brisbane Source: AAP

  • রাজ্য এবং টেরিটরিগুলোতে প্রাপ্তবয়স্কদের টিকা দেওয়ার হার ৭০ শতাংশে পৌঁছে গেলে কোভিড -১৯ ডিজাস্টার পেমেন্ট কমতে শুরু করবে
  • ভিক্টোরিয়া ৯৫০ টি নতুন কোভিড -১৯ কেস রেকর্ড করেছে - মহামারী শুরুর পর থেকে এটি রাজ্যের সর্বোচ্চ দৈনিক সনাক্ত সংখ্যা
  • ১১ ই অক্টোবর থেকে দুটি সম্পূর্ণভাবে টিকা দেওয়া দর্শনার্থীরা এনএসডব্লিউতে এজড কেয়ার বাসিন্দাদের সাথে দেখা করতে পারবে

ভিক্টোরিয়া

ভিক্টোরিয়া স্থানীয়ভাবে ৯৫০ টি নতুন কোভিড -১৯ কেস এবং সাতজনের মৃত্যু রেকর্ড করেছে।

কিছু এলাকায় লকডাউন নিষেধাজ্ঞা শিথিল করা হয়েছে, কিন্তু ল্যাট্রোব ভ্যালিতে বাড়তি কোভিড -১৯ প্রাদুর্ভাব ঠেকাতে সাত দিনের লকডাউন দেয়া হয়েছে। একটি বাড়িতে লোকজনের সমাবেশের সাথে প্রাদুর্ভাবটি যুক্ত বলে মনে করা হচ্ছে।

মেট্রোপলিটন মেলবোর্নের ভ্রমণের সীমা ১৫ কিমি পর্যন্ত বাড়ানো এবং টেনিস এবং গলফের মতো যোগাযোগহীন খেলাধুলা পুনরায় শুরু করাসহ কিছু নিয়ম সহজ করা হয়েছে।

আপনার কোভিড -১৯ ভ্যাকসিনেশন বুক করতে ক্লিক করুন 

নিউ সাউথ ওয়েলস

রাজ্যে ৮৬৩টি কেস এবং ১৫ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে। এনএসডব্লিউ প্রিমিয়ার গ্ল্যাডিস বেরেজিক্লিয়ান বলেন, সামগ্রিকভাবে হাসপাতালে ভর্তির পরিসংখ্যান যা ধারণা করা হয়েছিল (প্রজেক্টেড মডেলিং) তার নিচে রয়েছে।

১১ ই অক্টোবর থেকে, এজড কেয়ার বাসিন্দারা প্রতিদিনই দুটি সম্পূর্ণ টিকা দেওয়া দর্শনার্থীদের সাথে দেখা করতে পারবে।

নিউ সাউথ ওয়েলস ৮৬.২% প্রথম ডোজ এবং ৬১.৭% দ্বিতীয় ডোজ টিকার হারে পৌঁছেছে, ১২ থেকে ১৫ বছর বয়সী শিশুদের মধ্যে ৪৪.৫% তাদের প্রথম ডোজ পেয়েছে।

আপনার ভ্যাকসিন অ্যাপয়েন্টমেন্ট বুক করুন 

কুইন্সল্যান্ড

কুইন্সল্যান্ডের একটি নতুন স্থানীয় কেস রয়েছে, অন্য একটি কেস গণনা করা হবে না কারণ এটি এনএসডব্লিউতে সনাক্ত করা হয়েছিল।

এখন গোল্ড কোস্ট সিটি কাউন্সিল এলাকা পর্যন্ত মাস্ক পড়ার বিধি রয়েছে।

চিফ হেলথ অফিসার জ্যানেট ইয়াং বলেছেন যে এখনই লকডাউনের প্রয়োজন নেই কিন্তু কমিউনিটিতে ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে এটি পরিবর্তন হতে পারে।

গত ২৪ ঘণ্টায় অস্ট্রেলিয়া জুড়ে

রাজ্য এবং টেরিটরিগুলোতে প্রাপ্তবয়স্কদের টিকা দেওয়ার হার ৭০ শতাংশে পৌঁছে গেলে কোভিড -১৯ ডিজাস্টার পেমেন্ট কমতে শুরু করবে।

কোভিড-১৯ মিথ (অতিকথা)

স্বাস্থ্যবান কম-বয়সী ব্যক্তিদের কোভিড-১৯ সংক্রমণ হয় না। শুধুমাত্র বয়স্ক ও অসুস্থ লোকেরা এতে আক্রান্ত হয় ও মারা যায়।

কোভিড-১৯ ফ্যাক্ট (বাস্তবতা)

বয়স্ক লোকদের এবং যাদের নানা প্রকার স্বাস্থ্য-সমস্যা আছে, তাদের ক্ষেত্রে এই ভাইরাসটির ক্ষতিকর প্রভাব অনেক বেশি দেখা যায়। তবে, এর দ্বারা কোনো কোনো কম-বয়সী, স্বাস্থ্যবান ব্যক্তিরাও ক্ষতিগ্রস্ত হয় এবং মারা যায়।

কোয়ারেন্টিন, ভ্রমণ, টেস্টিং ক্লিনিক এবং প্যানডেমিক ডিজাস্টার পেমেন্ট

কোয়ারেন্টিন এবং টেস্টিংয়ের শর্তগুলো তদারক ও বাস্তবায়ন করছে স্টেট ও টেরিটোরি সরকারগুলো:

আপনি যদি বিদেশ ভ্রমণ করতে চান, সেক্ষেত্রে আপনি ভ্রমণের জন্য অব্যাহতি চেয়ে অনলাইনে আবেদন করতে পারেন। অস্ট্রেলিয়া ছেড়ে যাওয়ার ক্ষেত্রে প্রযোজ্য শর্তগুলো সম্পর্কে জানতে  ক্লিক করুন।

আন্তর্জাতিক ফ্লাইটগুলোর জন্য বিভিন্ন সাময়িক ব্যবস্থা রয়েছে; যেগুলো সরকার নিয়মিত পর্যালোচনা করে। এসব তথ্য ঘন ঘন পরিবর্তিত হচ্ছে। আরও তথ্যের জন্য  এর সর্বশেষ আপডেট দেখুন।
৬০টিরও বেশি ভাষায় এ বিষয়ক সংবাদ ও তথ্য পেতে ভিজিট করুন: 

আপনার স্টেট কিংবা টেরিটোরির সঙ্গে সম্পর্কিত দিক-নির্দেশনার জন্য দেখুন:  .

আপনার ভাষায় কোভিড-১৯ ভ্যাকসিনের তথ্যের জন্য দেখুন: .


নিউ সাউথ ওয়েলস মাল্টিকালচারাল হেলথ কমিউনিকেশন সার্ভিসের অনূদিত তথ্যের জন্য দেখুন:


প্রতিটি স্টেট ও টেরিটোরিতে টেস্টিং ক্লিনিকের জন্য দেখুন:

 

প্রতিটি স্টেট ও টেরিটোরিতে প্যান্ডেমিক ডিজাস্টার পেমেন্ট সম্পর্কিত তথ্যের জন্য দেখুন:

 
 

Follow SBS Bangla on .

Share
Published 29 September 2021 1:25pm
By SBS/ALC Content
Presented by Shahan Alam
Source: SBS


Share this with family and friends