কোভিড -১৯ আপডেট: ভাইরাস সংক্রমণের আগে সুস্থ থাকা দুই বছর বয়সী একটি শিশু নিউ সাউথ ওয়েলসে মারা গেছে

অস্ট্রেলিয়ায় কোভিড -১৯ আপডেট: ২১ মার্চ, ২০২২।

An ambulance is seen in Sydney, Saturday, January 2022. (AAP Image/Flavio Brancaleone) NO ARCHIVING

An ambulance is seen in Sydney, Saturday, January 2022. (AAP Image/Flavio Brancaleone) NO ARCHIVING Source: AAP

  • নিউ সাউথ ওয়েলসের স্বাস্থ্য কর্তৃপক্ষ আজ সোমবার জানিয়েছে কোভিড -১৯-এ আক্রান্ত চারজন মারা গেছে, যার মধ্যে দুই বছর বয়সী একটি শিশুও রয়েছে।
  • রাজ্যের স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে শিশুটি ওয়েস্টমিডের চিলড্রেন হাসপাতালে মারা গেছে, ভাইরাস সংক্রমণের আগে শিশুটি সুস্থ ছিল।
  • অস্ট্রেলিয়ানরা ১৩ এপ্রিল থেকে কোয়ারেন্টিন বা আইসোলেশন ছাড়াই নিউজিল্যান্ডে প্রবেশ করতে পারবে, এছাড়া ভিসা-ছাড়ের তালিকায় থাকা প্রায় ৬০টি দেশের সম্পূর্ণ টিকাপ্রাপ্ত ভ্রমণকারীরা ২ মে থেকে নিউজিল্যান্ডে প্রবেশ করতে পারবে।
  • নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন বলেছেন যে তার মন্ত্রিসভা কোভিড বিষয়ক নির্দেশ, ভ্যাকসিন পাস এবং কী কী অনুমোদন দেয়া যায় তা পর্যালোচনা করছে, সম্ভাব্য পরিবর্তনগুলো বুধবার ঘোষণা করা হবে৷
  • কুইন্সল্যান্ডে কোভিড -১৯-এ আক্রান্ত আরও দুইজন মারা গেছেন।
  • প্রিমিয়ার ড্যানিয়েল অ্যান্ড্রুজ রবিবার বলেছেন যে সমস্ত ভিক্টোরিয়ানরা স্বাস্থ্যসেবা সেক্টরে এবং মহামারীর পরে অন্যান্য চাহিদাসম্পন্ন সেক্টরে কর্মসংস্থানের জন্য পুনরায় প্রশিক্ষণ নিতে চান তাদের ভর্তুকি দিয়ে এবং বিনামূল্যে টেইফ (TAFE) কোর্স করার সুযোগ দেয়া হবে।

কোভিড -১৯ অস্ট্রেলিয়ান পরিসংখ্যান

  • নিউ সাউথ ওয়েলসে ১,১৬৩ জন রোগীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে যার মধ্যে ৩৪ জন নিবিড় পরিচর্যায় রয়েছেন। কোভিড-১৯ এ চারটি মৃত্যু এবং ১৪,৯৭০টি নতুন কেস রেকর্ড করা হয়েছে।
  • ভিক্টোরিয়ায় ২৪৮ জন হাসপাতালে আছেন, ২০ জন আইসিইউতে এবং পাঁচজন ভেন্টিলেটরে রয়েছেন। নতুন সংক্রমণ ৭,৫৩১টি, তবে কোন নতুন মৃত্যু রেকর্ড করা হয়নি।
  • টাসম্যানিয়া ১,৩০৪ টি নতুন কোভিড -১৯ কেস রেকর্ড করেছে। হাসপাতালে কোভিড-১৯ আক্রান্ত ২৪ জন রয়েছেন।
  • এসিটিতে ৩৯ জন লোক এখন কোভিড -১৯ নিয়ে হাসপাতালে রয়েছেন, তাদের মধ্যে চারজন নিবিড় পরিচর্যায় এবং ৮৯৮ জন নতুন সংক্রমিত।
  • কুইন্সল্যান্ডে ৬,২০৬ টি নতুন কোভিড -১৯ কেস এবং দুজনের মৃত্যু হয়েছে। ২৪৩ জন কোভিড -১৯ নিয়ে হাসপাতালে ভর্তি, ১৪ জন রোগী আইসিইউতে আছে।
কোভিড-১৯ বৈশ্বিক মহামারী সম্পর্কিত বিদ্যমান বিধি-নিষেধ ও তথ্যাবলী আপনার ভাষায় জানতে ভিজিট করুন এই 

আপনার ভাষায় কোভিড-১৯ ভ্যাকসিনের তথ্যের জন্য দেখুন: .



প্রতিটি স্টেট ও টেরিটোরিতে কোভিড-১৯ টেস্টিং ক্লিনিকের জন্য দেখুন:



আপনি যদি র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট (র‌্যাট) করে পজেটিভ হন, তাহলে এখানে নিবন্ধন করুন: 



অস্ট্রেলিয়ায় আপনি কী করতে পারবেন এবং কী করতে পারবেন না সেসব সম্পর্কে জানতে দেখুন:

আর্থিক সহায়তার প্রয়োজন হলে দেখুন: 

আপনার ভাষায় কোভিড-১৯ বিষয়ক বিভিন্ন পরিভাষা সম্পর্কে জানতে দেখুন: 



কোভিড-১৯ বৈশ্বিক মহামারী সম্পর্কিত বিদ্যমান বিধি-নিষেধ ও তথ্যাবলী আপনার ভাষায় জানতে ভিজিট করুন এই 

এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা রেডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত। রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: 

আমাদেরকে অনুসরণ করুন 

আরও দেখুন:

Share
Published 21 March 2022 3:29pm
Presented by Shahan Alam


Share this with family and friends