কোভিড-১৯ আপডেট: করোনাভাইরাসে আক্রান্ত অস্ট্রেলীয় নাগরিকদের জন্যে টেলিফোন-ভোটের সেবা সম্প্রসারিত করা হয়েছে

অস্ট্রেলিয়ার কোভিড-১৯ আপডেট: ২০ মে ২০২২

Voters at the Indooroopilly pre-polling booth in Brisbane. (file)

Voters at the Indooroopilly pre-polling booth in Brisbane. (file) Source: AAP Image/Darren England

শুক্রবার অস্ট্রেলিয়ায় কোভিড-১৯ এর কারণে কমপক্ষে ৪৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, যার মধ্যে ভিক্টোরিয়ায় ২৩ জন, নিউ সাউথ ওয়েলসে (NSW) ১০ জন এবং কুইন্সল্যান্ডে নয় জন মারা গেছেন।

বৃহস্পতিবার ১৭ হাজার ১০৫টি নতুন সংক্রমণের রেকর্ড করার পরে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ায় নতুন সংক্রমণের হার হ্রাস পেয়ে ১৫ হাজার ২০৫টি হয়েছে। তাদের মধ্যে হাসপাতালে ভর্তি ছিলেন ৩০৪ জন। আর আগের পাঁচটি মৃত্যু আজকের পরিসংখ্যানে যুক্ত করা হয়েছে।

নিউ সাউথ ওয়েলস জানিয়েছে, গত ৪ এপ্রিলের পর থেকে হাসপাতাল এবং আইসিউতে ভর্তি রোগীর সংখ্যা এই মুহুর্তে সবচেয়ে কম, তা যথাক্রমে ১ হাজার ২২৬ এবং ৪১। তবে অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটরিতে হাসপাতালে ভর্তির সংখ্যা আবারও বাড়ছে।

শুক্রবার সেখানকার হাসপাতালগুলোতে কোভিড-১৯ এ আক্রান্তের সংখ্যা ছিল ৮৪ জন।

অস্ট্রেলিয়ায় কোভিড -১৯ এ নতুন সংক্রমণ, হাসপাতালে ভর্তি এবং মৃত্যুর সর্বশেষ পরিস্থিতির জন্যে দেখুন।
১৩ মে সন্ধ্যা ৬টা বা তার পর থেকে যে সকল অস্ট্রেলীয় ভোটারদের কোভিড-১৯ পরীক্ষার ফল পজিটিভ হবে, তারা টেলিফোন ব্যবহার করে ভোট দিতে পারবেন। এর আগে এই সময়সীমা ছিল ১৭ মে। তবে ভোট প্রদানে স্বাভাবিকের তুলনায় সময় বেশি লাগতে পারে বলে ভোটারদের সতর্ক করা হয়েছে।

টেলিফোনে ভোট প্রদানের সময়সীমা:

  • শুক্রবার ২০ মে ২০২২, স্থানীয় সময় সকাল ৮ টা ৩০ থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত
  • নির্বাচনের দিন শনিবার ২১ মে ২০২২ স্থানীয় সময় সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত                                       
বিশ্ব স্বাস্থ্য সংস্থা চীনের ক্যানসিনো বায়োলজিক্স-এর তৈরি টিকা কনভিডেসিয়াকে ১১তম কোভিড-১৯ ভ্যাকসিন হিসেবে জরুরি প্রয়োজনে ব্যবহারের অনুমোদন দিয়েছে।

এই ভ্যাকসিনটির উপসর্গজনিত রোগের বিরুদ্ধে ৬৪ শতাংশ এবং গুরুতর কোভিড-১৯ এর বিরুদ্ধে ৯২ শতাংশ কার্যকারিতা রয়েছে।
কোভিড-১৯ বৈশ্বিক মহামারী সম্পর্কিত বিদ্যমান বিধিনিষেধ ও তথ্যাবলী আপনার ভাষায় জানতে ভিজিট করুন এই 

আপনার ভাষায় কোভিড-১৯ ভ্যাকসিনের তথ্যের জন্য দেখুন: .



প্রতিটি স্টেট ও টেরিটোরিতে কোভিড-১৯ টেস্টিং ক্লিনিকের জন্য দেখুন:



আপনি যদি র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট (র‍্যাট) করে পজিটিভ হন, তাহলে এখানে নিবন্ধন করুন: 



অস্ট্রেলিয়ায় আপনি কী করতে পারবেন এবং কী করতে পারবেন না সেসব সম্পর্কে জানতে দেখুন:

আর্থিক সহায়তার প্রয়োজন হলে দেখুন: 

আপনার ভাষায় কোভিড-১৯ বিষয়ক বিভিন্ন পরিভাষা সম্পর্কে জানতে দেখুন: 



এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা রেডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত। রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন:  

আমাদেরকে অনুসরণ করুন 

Share
Published 20 May 2022 4:43pm
Updated 20 May 2022 4:47pm
Presented by Tareq Nurul Hasan


Share this with family and friends