কোভিড -১৯ আপডেট: নিউ সাউথ ওয়েলসে ৮ মিলিয়নেরও বেশি টিকা দেয়া হয়েছে, ভিক্টোরিয়ায় সম্পূর্ণভাবে টিকা দেওয়া হয়েছে ৩৯ শতাংশ

অস্ট্রেলিয়ার করোনাভাইরাস পরিস্থিতির ১১ সেপ্টেম্বর ২০২১ এর আপডেট।

People wearing face masks hold hands while walking through Carlton Gardens in Melbourne, Saturday, September 11, 2021. Victoria has recorded 450 new locally-acquired COVID-19 cases in the past 24 hours. (AAP Image/James Ross) NO ARCHIVING

Source: AAP/James Ross

  • এনএসডব্লিউ হেলথ আঞ্চলিক বাসিন্দাদের কোভিড -১৯ টেস্ট করার জন্য আহ্বান জানিয়েছে
  • ভিক্টোরিয়ায় জনসংখ্যার ৩৯ শতাংশ সম্পূর্ণরূপে টিকা দিয়েছে
  • ACT নতুন রোগী ১৫ এবং কুইন্সল্যান্ড পাঁচজন রেকর্ড করেছে

নিউ সাউথ ওয়েলস

এনএসডব্লিউ স্থানীয়ভাবে ১৫৯৯টি নতুন কেস এবং আটজনের মৃত্যু রেকর্ড করেছে। চলতি প্রাদুর্ভাব শুরুর পর থেকে এ পর্যন্ত ১৭০ জন COVID-19-এ আক্রান্ত হয়ে মারা গেলেন।

বায়রন বে, ব্যাঙ্গালো, জিন্দাবিন, হার্ডেন, মরুয়া, ইয়াস, পোর্ট ম্যাকোয়ারি, ট্রাঙ্গি এবং ইয়াং এলাকার স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্টে কোভিড -১৯ এর উপাদান ধরা পড়েছে। এটি উদ্বেগজনক কারণ এই জায়গাগুলিতে সাম্প্রতিক সময়ে কোনও রোগী সনাক্ত করা যায়নি। কর্তৃপক্ষ সবাইকে উপসর্গের সূত্রপাত পর্যবেক্ষণ এবং পরীক্ষা করার জন্য অনুরোধ করছে।

রাজ্য টিকাদানের ৮ মিলিয়ন মাইলস্টোন অতিক্রম করেছে, যার মধ্যে ৪৪.৫ শতাংশ সম্পূর্ণভাবে টিকা দেওয়া বাসিন্দা।

ভিক্টোরিয়া

ভিক্টোরিয়া ৪৫০ টি স্থানীয়ভাবে কেস রেকর্ড করেছে, যার মধ্যে ৭০ শতাংশেরও বেশি ঘটনা মেলবোর্নের উত্তর শহরতলিগুলোতে।

রবিবার ১২ সেপ্টেম্বর থেকে, ২৪ সপ্তাহের গর্ভবতী মহিলারা সরকারি ক্লিনিকগুলির মাধ্যমে অগ্রাধিকার ভিত্তিতে ভ্যাকসিন বুকিং করতে পারবেন।

আপনার কাছাকাছি একটি 

অস্ট্রেলিয়া জুড়ে গত ২৪ ঘণ্টা

রাজ্য ও টেরিটরিগুলোর মধ্যে ACT হল অস্ট্রেলিয়ার প্রথম যারা ১৬ বছর বা তার বেশি বয়সের জনসংখ্যার অর্ধেককে টিকা দিয়েছে।
ব্রিসবেনে স্থানীয়ভাবে পাওয়া পাঁচটি কেস রেকর্ড হওয়ায় এক হাজারেরও বেশি পরিবার কোয়ারেন্টিনে রয়েছে।
সাউথ অস্ট্রেলিয়া ১৩ সেপ্টেম্বর থেকে ষাটোর্দ্ধসহ ১২ বছরের বেশি বয়সী সমস্ত বাসিন্দাদের জন্য ফাইজার কোভিড -১৯ ভ্যাকসিন সরবরাহ করবে।
COVID-19 myths
Source: SBS

কোয়ারেন্টিন, ভ্রমণ, টেস্টিং ক্লিনিক এবং প্যানডেমিক ডিজাস্টার পেমেন্ট

কোয়ারেন্টিন এবং টেস্টিংয়ের শর্তগুলো তদারক ও বাস্তবায়ন করছে স্টেট ও টেরিটোরি সরকারগুলো:

আপনি যদি বিদেশ ভ্রমণ করতে চান, সেক্ষেত্রে আপনি ভ্রমণের জন্য অব্যাহতি চেয়ে অনলাইনে আবেদন করতে পারেন। অস্ট্রেলিয়া ছেড়ে যাওয়ার ক্ষেত্রে প্রযোজ্য শর্তগুলো সম্পর্কে জানতে  ক্লিক করুন।

আন্তর্জাতিক ফ্লাইটগুলোর জন্য বিভিন্ন সাময়িক ব্যবস্থা রয়েছে; যেগুলো সরকার নিয়মিত পর্যালোচনা করে। এসব তথ্য ঘন ঘন পরিবর্তিত হচ্ছে। আরও তথ্যের জন্য  এর সর্বশেষ আপডেট দেখুন।
৬০টিরও বেশি ভাষায় এ বিষয়ক সংবাদ ও তথ্য পেতে ভিজিট করুন: 




আপনার স্টেট কিংবা টেরিটোরির সঙ্গে সম্পর্কিত দিক-নির্দেশনার জন্য দেখুন:  .

আপনার ভাষায় কোভিড-১৯ ভ্যাকসিনের তথ্যের জন্য দেখুন: .


নিউ সাউথ ওয়েলস মাল্টিকালচারাল হেলথ কমিউনিকেশন সার্ভিসের অনূদিত তথ্যের জন্য দেখুন:


প্রতিটি স্টেট ও টেরিটোরিতে টেস্টিং ক্লিনিকের জন্য দেখুন:

 

প্রতিটি স্টেট ও টেরিটোরিতে প্যান্ডেমিক ডিজাস্টার পেমেন্ট সম্পর্কিত তথ্যের জন্য দেখুন:

 
 

Follow SBS Bangla on .

আরও দেখুন:



Share
Published 11 September 2021 2:38pm
By SBS/ALC Content
Presented by Shahan Alam
Source: SBS


Share this with family and friends