কোভিড - ১৯ আপডেট: অস্ট্রেলিয়ায় নতুন সনাক্তের সংখ্যা আবার বাড়ছে, মারা গেছে ৫০ জন

অস্ট্রেলিয়ার কোভিড - ১৯ আপডেট: ৫ মে, ২০২২

Health care workers administer COVID-19 PCR tests at the St Vincents Drive-through Clinic at Bondi Beach in Sydney

Healthcare workers administer COVID-19 PCR tests at a drive-through clinic on Bondi Beach in Sydney. (file) Source: AAP Image/Bianca De Marchi)

বৃহস্পতিবার অস্ট্রেলিয়া নিউ সাউথ ওয়েলসে (NSW) ২১ জন, ভিক্টোরিয়াতে ১৪ জন এবং কুইন্সল্যান্ডে ১১ জন​​সহ কমপক্ষে ৫০ জন কোভিড - ১৯-এ আক্রান্ত হয়ে মৃত্যুবরন করেছেন।

ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া আগের ছয়জনের মৃত্যু এবং ১০,১৮২টি নতুন কেস রিপোর্ট করেছে - যা এই বছরের সর্বোচ্চ দৈনিক সংক্রমণ।

অস্ট্রেলিয়ার অন্যান্য স্টেটগুলোও নতুন সনাক্ত সংখ্যা বৃদ্ধির খবর দিয়েছে। উদাহরণস্বরূপ, নিউ সাউথ ওয়েলস আগের দিনের ১১, ৯২৯টির তুলনায় বৃহস্পতিবার ১৮,৫২৯ জনের সংক্রমণের খবর দিয়েছে।

একইভাবে, ভিক্টোরিয়ায় ১০,৭৭৯ থেকে বেড়ে ১১,৫৯৬ জন নতুন করে সংক্রমিত হয়েছে। স্টেটে এ পর্যন্ত ৩,০০০-এরও বেশি মানুষ কোভিডে মারা গেছেন, যার অর্ধেকই মারা গেছেন এ বছর।

কিছু স্টেটে হাসপাতালে ভর্তির সংখ্যাও বাড়ছে।

অস্ট্রেলিয়ায় নতুন কেস, হাসপাতালে ভর্তি এবং মৃত্যুর জন্য সর্বশেষ কোভিড - ১৯ তথ্য
নিউ সাউথ ওয়েলস বৃহস্পতিবার সাপ্তাহিক স্বাস্থ্য প্রতিবেদনে সাম্প্রতিক বিদেশ থেকে ফিরে আসা ভ্রমণকারীদের মধ্যে দুটি বিএ.৫ (BA.5) সংক্রমণের কথা জানিয়েছে। স্টেট কর্তৃপক্ষ এখন পর্যন্ত সাতটি বিএ.৪ (BA.4) সংক্রমণ শনাক্ত করেছে। সাতজনের মধ্যে পাঁচজন বিদেশ ফেরত ভ্রমণকারী।

অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটরি স্পষ্ট করেছে যে ফ্রন্টলাইন স্বাস্থ্যকর্মীদের তৃতীয় ভ্যাকসিনের ডোজ নিতে হবে। এদিকে অন্যান্য স্বাস্থ্যকর্মী এবং শিক্ষকদের জন্য বাধ্যতামূলক ভ্যাকসিনের আদেশ ১৩ মে শেষ হচ্ছে।

জুনের শেষ নাগাদ সাউথ অস্ট্রেলিয়া তার জরুরি ব্যবস্থাপনা ঘোষণা তুলে নেওয়ার পরিকল্পনা করছে।

ঘোষণাটি ২২ মার্চ ২০২০-এ চালু করা হয়েছিল। এটি পুলিশ কমিশনার এবং স্টেটের জরুরি সমন্বয়কারীকে বিধিনিষেধ এবং লকডাউন আরোপ করার ক্ষমতা দিয়েছে।
কোভিড-১৯ বৈশ্বিক মহামারী সম্পর্কিত বিদ্যমান বিধিনিষেধ ও তথ্যাবলী আপনার ভাষায় জানতে ভিজিট করুন এই 

আপনার ভাষায় কোভিড-১৯ ভ্যাকসিনের তথ্যের জন্য দেখুন: .



প্রতিটি স্টেট ও টেরিটোরিতে কোভিড-১৯ টেস্টিং ক্লিনিকের জন্য দেখুন:



আপনি যদি র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট (র‍্যাট) করে পজিটিভ হন, তাহলে এখানে নিবন্ধন করুন: 



অস্ট্রেলিয়ায় আপনি কী করতে পারবেন এবং কী করতে পারবেন না সেসব সম্পর্কে জানতে দেখুন:

আর্থিক সহায়তার প্রয়োজন হলে দেখুন: 

আপনার ভাষায় কোভিড-১৯ বিষয়ক বিভিন্ন পরিভাষা সম্পর্কে জানতে দেখুন: 



এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা রেডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত। রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন:  

আমাদেরকে অনুসরণ করুন 

Share
Published 5 May 2022 4:31pm
Presented by Shahan Alam


Share this with family and friends