Latest

কোভিড-১৯ আপডেট: ১২-১৫ বছর বয়সী সুস্বাস্থ্যের অধিকারী কিশোর-কিশোরীদের জন্যে বুস্টার ডোজের প্রয়োজন নেই জানিয়েছে ATAGI

অস্ট্রেলিয়ায় কোভিড-১৯ আপডেট, ৫ আগস্ট ২০২২।

 ኮቪድ-19

ATAGI ድርብ ክታበት ኮቪድ-19 እንተወሲዶም ኣብ ክሊ ዕድመ 12-15 ዝርከቡ ምሉእ ጥዕና ዘለዎም ዕሸል መንእሰያት ኣዝዮም ይሓሙ ምዃኖም ዘረጋግጽ እኹል ዘይኮነ መርትዖ'ዩ ዘሎ ይብል። Source: AAP / JAMES ROSS

গুরুত্বপূর্ণ দিকগুলি:
  • বুস্টার ডোজ নেয়ার যোগ্য ৫ মিলিয়ন অস্ট্রেলীয় এখনো টিকা নেয়নি
  • TGA নতুন কোভিড ভ্যারিয়েন্ট সনাক্ত করে এমন RAT কিটের তালিকা হালনাগাদ করেছে
  • কোভিড-১৯ আইসোলেশন শেষ করার বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী এখনো কোনো পরামর্শ পাননি
শুক্রবার অস্ট্রেলিয়ায় কোভিড-১৯ এর ফলে কমপক্ষে ৮২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, যার মধ্যে ভিক্টোরিয়ায় ৩৪ জন, নিউ সাউথ ওয়েলসে ২৯ জন এবং কুইন্সল্যান্ডে আটজন।

অস্ট্রেলিয়ায় কোভিড-১৯ এর সর্বশেষ নতুন কেস, হাসপাতালে ভর্তি এবং মৃত্যুর তথ্যের জন্য দেখুন।
অস্ট্রেলিয়ান টেকনিক্যাল অ্যাডভাইজরি গ্রুপ অন ইমিউনাইজেশন (ATAGI) আবারও জানিয়েছে যে তারা ১২-১৫ বছর বয়সী সমস্ত কিশোর-কিশোরীদের জন্য বুস্টার ডোজ সুপারিশ করে না।

তারা বলেছে যে, এই বয়সী সুস্থ কিশোর-কিশোরী যারা কোভিড-১৯ ভ্যাকসিনের দুটি ডোজ গ্রহণ করেছে, তাদের মধ্যে গুরুতর রোগে আক্রান্ত হওয়ার পর্যাপ্ত প্রমাণ নেই।

তবে গুরুতর স্বাস্থ্যঝুঁকি ও জটিল রোগের ঝুঁকিতে থাকা শিশুদের জন্যে একটি বুস্টার ডোজের প্রাপ্যতা নিশ্চিত করা হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী মার্ক বাটলার এবিসি রেডিওকে বলেন, প্রকৃত করোনাভাইরাস সংক্রমণের হার রিপোর্টের চেয়ে দ্বিগুণ হওয়ার সম্ভাবনা রয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, জনসাধারণের মধ্যে টিকার তৃতীয় ডোজ (প্রথম বুস্টার) কম নেয়ার বিষয়ে তিনি উদ্বিগ্ন ছিলেন।

তিনি বলেন, তৃতীয় ডোজের জন্য যোগ্য ৫ মিলিয়ন মানুষ এখনো টিকা নেয়নি যদিও দ্বিতীয় ডোজ নেওয়ার পর ছয় মাসেরও বেশি সময় পার হয়ে গেছে।

মি: বাটলার বলেন, করোনা ভাইরাসের প্রকোপ এখনও শেষ হয়নি এবং কোভিড-১৯ আইসোলেশনের মেয়াদ শেষ বা কমানোর বিষয়ে প্রধান স্বাস্থ্য কর্মকর্তা বা অন্যান্য বিশেষজ্ঞদের কাছ থেকে তিনি কোনো পরামর্শ পাননি।

অস্ট্রেলিয়ার থেরাপিউটিক গুডস অ্যাডমিনিস্ট্রেশান WHO এর পরামর্শ অনুযায়ী নতুন ভ্যারিয়েন্টগুলি সনাক্ত করতে পারে এরকম RAT হালনাগাদ করেছে।

মার্কিন যুক্তরাষ্ট্রে ৬ হাজার ৬০০ জন মাঙ্কিপক্সে আক্রান্ত হওয়ার পর এই রোগটিকে জনস্বাস্থ্যের প্রতি হুমকি হিসেবে ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র।

অস্ট্রেলিয়ায় কমপক্ষে ৫৮ টি মাঙ্কিপক্স কেস সনাক্ত হয়েছে। ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া বৃহস্পতিবারে তাদের প্রথম কেস সনাক্ত করেছে।

টাজমানিয়ার অধিবাসীরা ৩১ আগস্ট পর্যন্ত বিনামূল্যে ফ্লু-এর টিকা দিতে পারবেন।

সাউথ অস্ট্রেলিয়ার অধিবাসীরা শনিবার সকাল ১০টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত অ্যালডিঙ্গা বিচ প্রাইমারি স্কুল, গ্রিনউইথ প্রাইমারি স্কুল, ফ্ল্যাগস্টাফ হিল প্রাইমারি স্কুল, জন হার্টলি স্কুল বি-৬ এবং গ্লেন অজমনশ প্রাইমারি স্কুলে তাদের কোভিড-১৯ ভ্যাকসিন ও বুস্টার ডোজ দিতে পারবেন।

কোভিড-১৯ বৈশ্বিক মহামারী সম্পর্কিত বিদ্যমান বিধিনিষেধ ও তথ্যাবলী আপনার ভাষায় জানতে ভিজিট করুন এই 

আপনার ভাষায় কোভিড-১৯ ভ্যাকসিনের তথ্যের জন্য দেখুন: .

প্রতিটি স্টেট ও টেরিটোরিতে কোভিড-১৯ টেস্টিং ক্লিনিকের জন্য দেখুন:

আপনি যদি র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট (র‍্যাট) করে পজিটিভ হন, তাহলে এখানে নিবন্ধন করুন: 

অস্ট্রেলিয়ায় আপনি কী করতে পারবেন এবং কী করতে পারবেন না সেসব সম্পর্কে জানতে দেখুন:

আর্থিক সহায়তার প্রয়োজন হলে দেখুন: 

আপনার ভাষায় কোভিড-১৯ বিষয়ক বিভিন্ন পরিভাষা সম্পর্কে জানতে দেখুন: 

এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা রেডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত। রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন:  

আমাদেরকে অনুসরণ করুন 

Share
Published 5 August 2022 4:17pm
By Tareq Nurul Hasan
Source: SBS


Share this with family and friends