গুগলের মানচিত্রে ভুয়া ট্র্যাফিক জ্যাম

গুগলের মানচিত্রের অ্যাপ দিয়ে পৃথিবীর যে কোনো শহরের গাড়ি চালানো ও রাস্তাগুলিতে ট্র্যাফিক পরিস্থিতি সম্পর্কে ধারণা পাওয়া যায়। অপরিচিত কোনো জায়গায় যাওয়ার আগে সাধারণত গুগল ম্যাপের সহযোগিতা নেয়া হয়ে থাকে। সেই গুগল ম্যাপটি হ্যাকের মাধ্যমেও প্রতারিত হতে পারে এমনটি ভাবাই যায় না। তবে সম্প্রতি এমন ঘটনা ঘটেছে জার্মানির বার্লিনের একটি মহাসড়কে। এক ব্যক্তি এই অ্যাপটি হ্যাক করে ভুল তথ্য তুলে দেয় গুগল ম্যাপে। ৯৯টি স্মার্টফোন নিয়ে এক হাতে টানা গাড়ি দিয়ে ‘ভুয়া ট্র্যাফিক জ্যাম’ এর মাধ্যমে ভুল ম্যাপ তৈরি করে চমকে দিয়েছেন।

google map

Source: simonweckert.com

জার্মানির এক আর্টিস্ট সাইমন ওয়েকার্ট তার নিজের ইউটিউব চ্যানেল ও নিজের ব্লগে একটি ভিডিও শেয়ার দিয়েছেন, যেখানে দেখা গেছে যে, বার্লিনের গুগল অফিসের ঠিক বাইরের সড়কে একটি হাতে টানা গাড়িতে ৯৯ টি স্মার্টফোন টানছেন। ৯৯ টি স্মার্টফোন নিয়ে হাতে টানা ছোট্ট গাড়িটির গতি কম থাকার ফলে গুগল ম্যাপের বিশ্বাস হয় যে, রাস্তায় অনেক যানবাহনের জ্যাম সৃষ্টি হয়েছে। গুগল বিশ্বজুড়ে ট্র্যাফিক তথ্য জানার জন্য এই পদ্ধতিটি ব্যবহার করে থাকে। গাড়িতে থাকা স্মার্টফোনগুলি গতিবেগ কেমন তা জানার ক্ষেত্রে কাজ করে। গুগলে সেই সব স্মার্টফোন তথ্য সরবরাহ করে থাকে। যদি গতি কম থাকে এবং সংখ্যাটি বেশি হয় তবে গুগল রাস্তার সেই অংশটিকে লাল এবং মেরুন রঙ দেখায়, যা ট্র্যাফিক জ্যাম চলছে বলে নির্দেশনা দিয়ে থাকে।

সাইমন ওয়েকার্টের ওই ভিডিওতে দেখা যায়, গুগল ম্যাপের রাস্তাগুলি ধীরে ধীরে সবুজ থেকে মেরুনে পরিণত হচ্ছে। এতে বোঝানো হয় যে, ওই রাস্তায় ট্র্যাফিক জ্যাম রয়েছে। এই ক্ষেত্রে গুগল ম্যাপ পরামর্শ দেয় যাতে ব্যবহারকারীরা ওই রাস্তা এড়িয়ে চলে। আর্টিস্ট ওয়েকার্ট তার ভিডিওতে এর বাইরে বিস্তারিত কোনো বিবরণ দেন নি। এতে ধারণা করা হচ্ছে যে, এটি সম্পূর্ণ ভুয়া একটি ব্যাপার।

সাইমন ওয়েকার্ট তার ওয়েবসাইটে দেয়া এক বিবৃতিতে বলেন, তিনি আসলে বাস্তবতাকে ডিজিটাল পদ্ধতিতে পরিবর্তন করতে চান। তবে যদি এমন ঘটনা সত্য হয়ে থাকে তাহলে গুগলের উচিত এমন সমস্যা নিয়ে অনুসন্ধান করে তা রোধ করার পদক্ষেপ গ্রহণ করা। কারণ, এতে করে ট্র্যাফিক চলাচলে প্রকৃত সমস্যা তৈরি করতে পারে।

Share
Published 6 February 2020 6:05pm
Updated 7 February 2020 11:26am
By Abu Arefin
Presented by Abu Arefin

Share this with family and friends