Feature

ছবি উৎসবে অংশ নিতে জাপানের পথে প্রবাসী হিয়াসহ টিম অস্ট্রেলিয়া

'টাউন অফ ফটোগ্রাফি' নামে পরিচিত জাপানের হিগাসিকাওয়া শহর। বৃহস্পতিবার এ শহরেই শুরু হচ্ছে 'ইন্টারন্যাশনাল হাই স্কুল স্টুডেন্টস ফটো ফেস্টিভ্যাল এক্সচেঞ্জ'।

Photo Festival

Team Australia on the way to 'International High School Students Photo Festival Exchange' in Japan. Source: SBS Bangla

আন্তর্জাতিক এই ছবি উৎসবে অংশ নিচ্ছে, বিশ্বের ১৮টি দেশের উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীরা এবং হিগাসিকাওয়া শহরের তিনটি স্কুল।

অস্ট্রেলিয়ার হয়ে এই ছবি উৎসবে অংশ নিচ্ছে ক্যানবেরা হাই স্কুলের তিনজন শিক্ষার্থী। তাদেরই একজন প্রবাসী বাংলাদেশী শিক্ষার্থী রাইসা ফারিয়া হিয়া। বাকি দু'জন হচ্ছেন, জেসলিন মালহোত্রা এবং জি ইয়ুন বায়েক।
Photography Festival
Raisa Faria Hia (R), Ji Yun Baek (M) and Jasleen Malhotra (L). Source: SBS Bangla
ছবি উৎসবে অংশ নিতে ক্যানবেরা সময় বুধবার বিকেল সোয়া পাঁচটায় জাপানের উদ্দেশ্যে রওনা হয়েছেন হিয়া এবং তার দল। বয়স আঠারোর কম হওয়ায় তাদের সাথে অভিভাবক হিসেবে আছেন, জেসলিনের মা আমান মালহোত্রা।

"অস্ট্রেলিয়ার হয়ে প্রতিনিধিত্ব করতে পেরে অনেক ভালো লাগছে," ফোনালাপে এমনটাই বললেন হিয়া।

"ভালো কিছু করার সর্বোচ্চ চেষ্টাটাই করব আমরা।"
Photography Festival
Raisa Faria Hia (R) with her two peers Jasleen Malhotra (L) and Ji Yun Baek (M). Source: Supplied
ক্যানবেরা হাই স্কুলের নবম শ্রেণীর ছাত্রী হিয়া। তার মা আলফা আরজু একজন পেশাদার সাংবাদিক। যিনি কিনা বাংলাদেশে ইন্ডিপেন্ডেন্ট, নিউ এজ ও ডেইলি স্টার পত্রিকায় কাজ করেছেন। 

বিমানবন্দরে প্রিয় সন্তানকে বিদায় দিতে এসে অনেকটাই আবেগাপ্লুত হয়ে পড়েন আলফা আরজু।

"গর্ব হচ্ছে এটা ভেবে যে, আন্তর্জাতিক অঙ্গনে অস্ট্রেলিয়াকে প্রতিনিধিত্ব করছে আমার মেয়ে। আবার খারাপও লাগছে, এ প্রথম ও আমায় ছেড়ে কোথাও যাচ্ছে," বলেছেন আলফা আরজু।
Photography Festival
Pamphlet of the festival. Source: Supplied
মা একজন পেশাদার সাংবাদিক হলেও কখনো সাংবাদিক হওয়ার শখ ছিল না হিয়ার। অনেকটা শখের বসেই ছবি তোলা। কৌতূহলবশত প্রতিযোগিতায় ছবি জমা দেয়া বলে জানালেন হিয়া। 

"আগে ইচ্ছে না থাকলেও, এখন আমি চিন্তা করছি ফটোগ্রাফি নিয়ে পড়াশুনা করার," বলেছেন হিয়া।
Photography Festival
Raisa Faria Hia (R) with her mother Alpha Arzu (L). Source: SBS Bangla
আন্তর্জাতিক অঙ্গনে শিক্ষার্থীদের বন্ধু বাড়ানোর লক্ষেই এ ছবি উৎসবের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।

চতুর্থবারের মত আয়োজিত এই উৎসবে মোট পাঁচটি পদক ক্যাটাগরিতে লড়বেন অংশগ্রহণকারীরা। তারমধ্যে, একটি ক্যাটাগরির পদক নির্ধারিত হবে অনলাইন ভোটে।
Photography Festival
Online voting guideline.
৮ অগাস্ট শেষ হবে 'ইন্টারন্যাশনাল হাই স্কুল স্টুডেন্টস ফটো ফেস্টিভ্যাল এক্সচেঞ্জ'।  সপ্তাহব্যাপী এ উৎসব শেষে আগামী ৯ অগাস্ট অস্ট্রেলিয়া ফিরবেন হিয়া এবং তার দল।

Share
Published 1 August 2018 6:40pm
Updated 1 April 2021 4:50pm
By Hasan Tariq
Presented by Hasan Tariq
Source: SBS Bangla


Share this with family and friends