Feature

৯০০ স্কুল শিক্ষক নিয়োগ দিবে এনএসডাব্লিউ রাজ্য সরকার

৯০০ জন পূর্ণকালীন পাবলিক স্কুল শিক্ষক নিয়োগ দিবে এনএসডাব্লিউ রাজ্য সরকার। শিশু এবং তরুণদের ভবিষ্যত সাফল্য নিশ্চিত করার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

Public Schools

Source: NSW Government

রাজ্যের পাবলিক স্কুলগুলোতে সুশিক্ষক নিয়োগ দেয়ার প্রচারাভিযান চালাচ্ছে এনএসডাব্লিউ সরকার।

বিশেষ করে, বিজ্ঞান ও গণিতে অতিরিক্ত শিক্ষক নিয়োগ দিতে চায় এনএসডাব্লিউ।

শিক্ষা মন্ত্রী রব স্টকস বলেছেন শিক্ষকরাই আমাদের শিক্ষা ব্যবস্থার পরিচালক।

"শুধুমাত্র অসামান্য শিক্ষাবিদরাই ছাত্রদের সঠিক পথে পরিচালিত করতে পারেন," বলেছেন স্টকস।

সিডনি শহরের যেসব এলাকায় জনসংখ্যা বাড়ছে প্রতিনিয়ত যেমন, উত্তর- পশ্চিম এবং দক্ষিণ- পশ্চিমের এলাকাগুলো; নতুন শিক্ষকদের সেখানেই নিয়োগ দেয়া হবে।

শিক্ষক নিয়োগের পাশাপাশি, শিক্ষার মানোন্নয়নেও বিনিয়োগ করবে রাজ্য সরকার। তারমধ্যে উল্লেখযোগ্য হচ্ছে:

১. শিক্ষকদের পেশাদারীত্বের উন্নয়নে সমর্থন

২. সুনির্দিষ্ট শিক্ষা প্রোগ্রাম এবং ছাত্রদের মানোন্নয়নে সমর্থন

৩. স্কুল পরিচালনায় অর্থ বরাদ্দ

এসবিএস বাংলা পেইজ।

"এটা অপরিহার্য যে আমরা শুধু তাদের নিয়োগই দেব না, বরং তাদের ক্যারিয়ারের উন্নয়নে আমাদের সমর্থন অব্যাহত থাকবে," বলেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী রব স্টকস।


Share
Published 19 June 2018 3:51pm
By Hasan Tariq
Presented by Hasan Tariq
Source: NSW Government


Share this with family and friends